বিমূর্ত শিল্প থেকে কাঁচের মণ্ডপ, থিমের দৌড় বারাসতে

থিমের চমকে কে কাকে টেক্কা দেবে সেই নিয়ে বারাসতে চলছে জোর লড়াই। পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এবার ৫২ তম বর্ষে ভাবনা ‘লক্ষ্য’।

Must read

সংবাদদাতা, বারাসত : থিমের চমকে কে কাকে টেক্কা দেবে সেই নিয়ে বারাসতে চলছে জোর লড়াই। পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এবার ৫২ তম বর্ষে ভাবনা ‘লক্ষ্য’। বিমূর্ত শিল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে থিমকে। নিজ নিজ কর্মে ও গন্ডিতে প্রায় প্রতিটি মানুষ চায় শীর্ষে পৌঁছতে। কেউ হাঁটে কালোপথে। আর এই সাদা আর কালো পথের রূপক এবং সাফল্যের সর্বোচ্চ চূড়া বা সিংহাসনকে বিভিন্ন প্রতীকের মাধ্যমে দেখাতে চাওয়া হয়েছে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবে। সঙ্গে থাকছে থিমের মানানসই সৃজনশীল আলোকসজ্জা।

আরও পড়ুন-অমানবিক আচরণ! নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখাই করলেন না শাহ

আরও একটি ঐতিহ্যশালী পুজো কেএনসি রেজিমেন্ট। যাদের মণ্ডপসজ্জা নজর কাড়ে দর্শনার্থীদের। ৬৫তম বর্ষে এবার তারা তৈরি করছে রাজস্থানের উমেধ প্যালেস। যার হুবহু অনুকরণ দেখা যাবে বারাসতে। কাঁচ দিয়ে সেজে উঠবে মণ্ডপ। থাকছে আধুনিক আলোকসজ্জা। নবপল্লি বয়েজ স্কুল মাঠে আমরা সবাই ক্লাব, প্রতি বছরের মতো এবারেও চমক দিতে চলেছে। বারাসতের অন্যতম সেরা পুজোগুলির মধ্যে অন্যতম এই সংগঠন এবার তৈরি করছে তিব্বতের কৈলাস পর্বত ও মানস সরোবর। পর্বতের মধ্যেই থাকবে প্রতিমা। থাকবে আলোর বাহার। নবপল্লি অ্যাসোসিয়েশনের ৪৫তম বর্ষে আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির। নবপল্লি ব্যায়াম সমিতির এবারের আকর্ষণ ‘ইতিহাসের সুবর্ণ ডিঙ্গি’।

Latest article