প্রতিবেদন : তরুণী ডাক্তারের ধর্ষণ-খুনের পর আরজি কর হাসপাতালেই ময়নাতদন্ত ও চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের একাংশ ভেঙে ফেলা নিয়ে প্রশ্ন তুলে জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট-সহ বিরোধী দলগুলি বলেছিল ক্রাইম সিন পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছিল। লোপাট হয়েছে তথ্য-প্রমাণ। এটা বৃহত্তর ষড়যন্ত্র। যা নিয়ে দিনের পর দিন খাপপঞ্চায়েত বসিয়েছে টেলিভিশন চ্যানেলগুলি।
আরও পড়ুন-দিনের কবিতা
জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছিলেন, আরজি কর হাসপাতালেই কেন ময়নাতদন্ত করা হল? অথচ এখন বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য-প্রমাণ। যা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। দেখা যাচ্ছে ৯ অগাস্ট ময়নাতদন্তের জন্য যে নিয়মমাফিক আবেদন করতে হয় সেই আবেদন করেছিলেন মৃত তরুণী ডাক্তারের পরিবার এবং জুনিয়র ডাক্তাররা। শুধু তাই নয়, চেস্ট মেডিসিনের যে অংশ নির্মাণকাজের জন্য ভেঙে ফেলা হয়েছিল, তার আগে ১০ এবং ১২ অগাস্ট সেই জায়গা পরিদর্শন করে পিডব্লুডি ইঞ্জিনিয়র-সহ হাসপাতালেরই একটি টিম। বিস্ময়করভাবে দেখা যাচ্ছে সেই টিমে ছিলেন তিনজন পিজিটি, পিডব্লুডির ইঞ্জিনিয়ার, চেস্ট মেডিসিনের এইচওডি, একজন নার্স। কোথায় কতটুকু ভাঙা হবে, কী নির্মাণকাজ হবে, কীভাবে হবে তা পর্যবেক্ষণ করে খতিয়ে দেখে ইন্সপেকশন মিনিটসে সই করেছিলেন এই টিমে থাকা সকলেই।
আরও পড়ুন-পুজোতেও বৃষ্টির ভ্রুকুটি বাংলায়
অর্থাৎ জুনিয়র ডাক্তাররা বেমালুম চেপে গিয়েছিলেন তাঁদের এই সম্মতি দেওয়ার গোটা বিষয়টি। অথচ ৯ অগাস্টের পর জুনিয়র ডাক্তাররা যখন কর্মবিরতিতে যান তখন তাঁরা কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। ময়নাতদন্ত, চেস্ট মেডিসিন বিভাগের একটি অংশ ভাঙা হল কেন তা নিয়ে বৃহত্তর ষড়যন্ত্র ও তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ এনেছিলেন। যাতে গলা মেলায় এক শ্রেণির সংবাদমাধ্যম, বিরোধী দল, তথাকথিত বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের নামধারী বোদ্ধারা। কিন্তু আরজি করের তৎকালীন অধ্যক্ষকে লেখা চিঠিতে মৃতার বাবার সম্মতিসূচক সই এবং ভাঙার ঘটনা যে সকলেই জানতেন তা চেপে শুধমাত্র মিথ্যাচার করা হয়েছে। এই দুটি ঘটনা তথ্য-প্রমাণ-সহ এখন প্রকাশ্যে চলে আসায় প্রশ্ন উঠেছে, কেন গুরুত্বপূর্ণ দুটি ঘটনা চেপে যাওয়া হল? তবে কি পরিকল্পনা করেই শুধুমাত্র সরকারকে কালিমালিপ্ত করতে গুরুত্বপূর্ণ এই দুই ঘটনা চেপে গিয়ে রাজনীতির রসদ জোগানো হয়েছে! যারা নিজেদের অরাজনৈতিক বলে দাবি করেছেন একদিন, এই ভয়ঙ্কর গেম-প্ল্যান তবে কোন রাজনৈতিক মস্তিষ্কপ্রসূত? জুনিয়র ডাক্তাররা ইনস্পেশন টিমে নিজেদের প্রতিনিধি পাঠালেন, তাঁরা সবটা দেখেশুনে মিনিটিসে সই করলেন অথচ ক্যামেরার সামনে স্পষ্ট মিথ্যাচারের নাটক করে গেলেন এতদিন ধরে! এর জবাবে কী বলবেন তাঁরা?
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…