১৫ ডিসেম্বর থেকে ক্যাম্প ডায়মন্ড হারবারের ৭ কেন্দ্রে, অভিষেকের উদ্যোগে ‘হেলথ ফর অল’

সিদ্ধান্ত হয়েছে, এক এক করে ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রেই এই স্বাস্থ্য শিবির চলবে। প্রতি শিবিরের মেয়াদ দশদিন।

Must read

প্রতিবেদন : ‍‘হেলথ ফর অল ক্যাম্প’। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা ডায়মন্ড হারবারে। আগামী ১৫ ডিসেম্বর থেকে হেলথ ফর অল ক্যাম্প শুরু হতে চলেছে ডায়মন্ড হারবার এলাকার সাতটি বিধানসভা কেন্দ্রে। শনিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রশাসনিক বৈঠক এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, অতিরিক্ত জেলাশাসক, দক্ষিণ ২৪ পরগনা ও ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, এমএসভিপি, কয়েকটি হাসপাতালের সুপার এবং একাধিক বিশিষ্ট চিকিৎসক ও আইএমএ-র চিকিৎসকরা।

আরও পড়ুন-ট্রাম্পে গভীর আস্থা জেলেনস্কির, দ্রুত থামবে রুশ-ইউক্রেন যুদ্ধ

সিদ্ধান্ত হয়েছে, এক এক করে ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রেই এই স্বাস্থ্য শিবির চলবে। প্রতি শিবিরের মেয়াদ দশদিন। সাত কেন্দ্রে মোট ৭০ দিন ধরে চলবে এই মেডিক্যাল ক্যাম্প। সকাল ন’টা থেকে দুপুর একটা ও দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুটি শিফটে রোগী দেখবেন দু’জন করে চিকিৎসক। থাকবে মেডিসিনের ব্যবস্থা। র‍্যাপিড টেস্ট করা হবে, ইসিজি করার কথাও আলোচনার পর্যায়ে রয়েছে। পরের সপ্তাহে ‍‘হেলথ ফর অল’ ক্যাম্প আয়োজনের জন্য প্রস্তুতি নিয়ে আলোচনায় দ্বিতীয় প্রশাসনিক বৈঠকটি হবে।

Latest article