জলপাইগুড়ি থেকে চিকিৎসা করাতে ডায়মন্ড হারবারে, ১ লক্ষ পার সেবাশ্রয়, আপ্লুত অভিষেক

Must read

প্রতিবেদন : প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সেবাশ্রয় (Sebaashray)। এবার মাত্র ৭ দিনে একলক্ষ পার হল। একলক্ষ মানুষকে স্বাস্থ্য-পরিষেবা দিয়ে এক নয়া কীর্তির স্বাক্ষর রাখল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। এই মাইলস্টোন স্পর্শ করার পরই তিনি এক্স বার্তায় লিখেছেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, সেবাশ্রয় মাত্র সাত দিনে একটি মাত্র বিধানসভা কেন্দ্র থেকে এক লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা দিয়েছে। ডায়মন্ড হারবারে নতুন এই কীর্তিকে সর্বকালীন রেকর্ড তকমা দিয়ে অভিষেক লেখেন, আমাদের ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক, ল্যাব টেকনিশিয়ান এবং প্রকল্পের সঙ্গে জড়িত সকলের নিরলস প্রচেষ্টা ছাড়া এই অবিশ্বাস্য কীর্তি গড়া সম্ভব হত না। জনগণের সেবায় আপনাদের অটুট নিষ্ঠা ও অঙ্গীকারই এটা সম্ভব করেছে। এই অসাধারণ অর্জনের জন্য সবাইকে অভিনন্দন! এই ঘটনার সঙ্গে বুধবার যুক্ত হয়েছে আরও একটি অভিনব ঘটনা। জলপাইগুড়ির বাসিন্দা সাইদ হুসেন প্রধান তাঁর অসুস্থ শিশুকে নিয়ে আচমকা হাজির হন সেবাশ্রয় শিবিরে। ডাক্তাররা কথা বলে জানতে পারেন, শিশুটি কানে শুনতে পায় না ছোট থেকেই।

আরও পড়ুন- ইতিহাসের ভাঁজে চুনার দুর্গ বিন্ধ্যাচল ছুঁয়ে বারাণসী

এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে। অস্ত্রোপচার করতে বলেছেন চিকিৎসকেরা। কিন্তু এই সংক্রান্ত যে মেশিন প্রয়োজন তা এই মুহূর্তে সেখানে নেই। এদিকে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করা সাইদ জানতে পারেন এখানে ক্যাম্প হচ্ছে। হাজির হয়ে যান দম্পতি। চিকিৎসকরা শিশুটিকে পরীক্ষা করে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। চিন্তার কারণ নেই। শিশুটির কানের চিকিৎসা হয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। গোটা ঘটনায় এখনও বিস্মিত ও আপ্লুত জলপাইগুড়ির দম্পতি। এভাবে পাশে থাকায় কুর্নিশ জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদকে।

সেবাশ্রয়ের (Sebaashray) প্রাথমিক লক্ষ্য জনগণের কল্যাণ। সেই লক্ষ্যে অবিচল থেকে সেবাশ্রয় শিবিরের সপ্তম দিনে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে গেল এক লক্ষে। বুধবার ‘সেবাশ্রয়’ শিবিরে ৩০,৮৮৩ জন পরিষেবা নিতে হাজির হন। স্বাস্থ্য পরীক্ষা করা হয় ১৬,৯৯৮ জনের। ১৯,৮০৮ জনকে ওষুধ বিতরণ করা হয়‌। ২৯৯ জনকে রেফার করা হয়েছে হাসপাতালে। সাকুল্যে সাতদিনে ১ লক্ষ ১২ হাজার ৩৭২ জন পেয়েছেন স্বাস্থ্য পরিষেবা। অসুস্থ মানুষকে পুরোপুরি সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে সেবাশ্রয়। এই সেবাশ্রয়ের মাধ্যমে ডায়মন্ড হারবারবাসীর কাছে ভরসার স্থল হয়ে উঠেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রিয় সাংসদকে কৃতজ্ঞতা জানাচ্ছেন সবাই।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যুগান্তকারী উদ্যোগ শুধু উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে না, ডায়াগনস্টিক টেস্ট থেকে শুরু করে বিনামূল্যে ওষুধ এবং প্রয়োজনে রোগীকে জটিল চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা হচ্ছে। অন্য সব পরীক্ষার পাশাপাশি সেবাশ্রয় শিবিরে শুরু হয়েছে বোন মিনারেল ডেনসিটি টেস্টও।

Latest article