প্রতিবেদন : কোচবিহার থেকে কাকদ্বীপ, টালা থেকে টালিগঞ্জ, রাখিবন্ধন উৎসবে শামিল হল তৃণমূল কংগ্রেস। সম্প্রীতির এই উৎসবে মিলিত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের জনপ্রতিনিধি নেতা ও কর্মীরা। শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় পালিত হল রাখিবন্ধন উৎসব। কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাখি উৎসবে হাজির হয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ সমাজের বিশিষ্টরা। ছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের কর্তা ও ফুটবলাররা।
আরও পড়ুন-রাখিবন্ধন, স্বরূপের উদ্যোগে ভিন্ন ছবি টলিপাড়ায়
মহাসমারোহে পালিত হয় রাখিবন্ধন উৎসব। এদিন দলের মহিলা নেত্রী এবং কর্মীরা নেতাদের হাতে রাখি পরিয়ে উৎসব পালন করেছেন। রাজ্য জুড়ে সর্বত্রই এই ছবি দেখা গিয়েছে। যদিও শুক্রবার থেকেই বহু জায়গায় রাখিবন্ধন উৎসব পালন শুরু হয়ে গিয়েছিল। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা এখন বুথ লেভেলে পৌঁছে গিয়েছেন। স্বাভাবিকভাবেই সম্প্রীতির এই রাখিবন্ধন উৎসবে যেমন এক অন্য আবহাওয়া ছিল, একইসঙ্গে ছিল মানুষের পাশে থেকে জনসংযোগের কাজও। বাংলার মানুষও তৃণমূলের নেতা-নেত্রীদের সঙ্গে স্বতঃপ্রণোদিত হয়ে শামিল হয়েছেন উৎসবে। এর পাশাপাশি দলের জনপ্রতিনিধিরা তাঁদের এলাকায় রাখি বন্ধন পালনের মাধ্যমে জনসংযোগ সারেন। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে যুব তৃণমূলের ধরনা মঞ্চে উৎসাহের সঙ্গে রাখিবন্ধন পালিত হল। টলিপাড়ায় দেখা গেল অন্য ছবি। শিল্পী, কলাকুশলী ও পরিচালকরা উৎসবে সামিল হয়ে একে অন্যের হাতে পড়িয়ে দিলেন রাখি। সব মিলিয়ে এদিন রাজ্য জুড়ে ছিল উৎসবের আমেজ।