এবার থেকে সীমান্তর সীমান্তে ট্রাক টার্মিনাসের দায়িত্ব নেবে পরিবহন দফতর

সীমান্তে ট্রাক টার্মিনাসের (Track Terminus) টাকা নয়ছয় করা হচ্ছে। এই নিয়ে এবার ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

সীমান্তে ট্রাক টার্মিনাসের (Track Terminus) টাকা নয়ছয় করা হচ্ছে। এই নিয়ে এবার ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে এই বিষয় নিয়ে ক্ষুব্ধপ হন তিনি। তিনি এই বিষয়ে বলেন এবার থেকে সীমান্তে ট্রাক টার্মিনাসের দায়িত্ব নেবে রাজ্য পরিবহন দফতর।

আরও পড়ুন-তাড়া খেয়ে নদীতে ভেসে গিয়েছিল ৩৮ চিনা সেনা ! দাবি অজি সংবাদপত্রের

প্রাইভেটের নাম করে টাকা নয়ছয় হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে তিনি অভিযোগ করেন, “ট্রাক টার্মিনাসে কেউ কেউ টাকা তুলছেন, এতে ব্যক্তির পকেট ভরলেও সরকারের কোষাগারের কোনও সুবিধা হচ্ছে না”। তিনি বলেন, ‘‘এ সব আর চলবে না।’’ এবার থেকে সীমান্ত সংলগ্ন সমস্ত ট্রাক টার্মিনাসের দায়িত্ব নেবে পরিবহণ দফতর। ৭ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব নিতে মন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Latest article