প্রতিবেদন : নির্বাচনী ফায়দা নিতে লোকসভা ভোটের আগে মেকি জাতীয়তাবাদের ধুয়ো তোলে বিজেপি। অথচ তাদের জমানাতেই প্রতিরক্ষা ক্ষেত্রে তীব্র কর্মী-সংকট! প্রশ্ন উঠছে, রাজনৈতিক স্বার্থের বাইরে দেশের নিরাপত্তা ইস্যুতে আদৌ কতটা চিন্তিত মোদি সরকার? নাহলে কেন সেনায় নিয়োগ হচ্ছে না এবং কেন বিপুল পদ ফাঁকা পড়ে রয়েছে? সাম্প্রতিক তথ্যের সূত্রে দেখা যাচ্ছে, কর্মী-সংকটের কারণে দেশের নিরাপত্তায় বিরাট ফাঁক দেখা যাচ্ছে।
আরও পড়ুন-চলন্ত গাড়িতেই গণ.ধর্ষণ, ফের প্রশ্নের মুখে যোগীরাজ্য
চলতি শীতকালীন অধিবেশনে লোকসভায় কেন্দ্রের পক্ষ থেকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট এক প্রশ্নের উত্তরে ভারতীয় নৌসেনায় কর্মী ঘাটতির কথা স্বীকার করেন। তাতে দেখা যাচ্ছে নাবিক পদেই প্রায় ১০ হাজারের কাছাকাছি সেনার ঘাটতি। ঘাটতির সঠিক সংখ্যাটা ৯১১৯। এমনকী নৌবাহিনীর অফিসার পদেও ব্যাপক ঘাটতি, ১৭৭৭ অফিসারের পদ খালি পড়ে রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের পরিসংখ্যানই বলছে, গত দু’বছরে নৌসেনায় সেনা ভর্তির সংখ্যাটা যথেষ্ট কম। ২০২১ সালে অফিসার পদে নিয়োগ হয় ৩২৩ জন, নাবিক পদে ৫৫৪৭ জন। ২০২২ সালে নিয়োগ হয় অফিসার পদে ৩৮৬ জন, নাবিক পদে ৫১৭১ জন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ২০২৩ সালে যদি এই একই হারে নিয়োগ হয় তাহলে কোনওভাবেই পূরণ হবে না ভারতীয় নৌসেনার শূন্যপদ।
আরও পড়ুন-সাইপ্রাস চিড়িয়াখানা থেকে সাইবেরিয়ান বাঘ এল রাজ্যে
যে নিরাপত্তা ব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে বিজেপি সরকার প্রচার চালায়, সেখানেই ফাঁক থেকে গিয়েছে কর্মী অপ্রতুলতার কারণে। প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার উপকূলীয় অঞ্চল যুক্ত একটি দেশে নৌবাহিনীতে সেনার সংখ্যায় ঘাটতি থাকা দেশের সুরক্ষার পক্ষে বিপজ্জনক। বিজেপির মেকি জাতীয়তাবাদের প্রচার আর কেন্দ্রের নীতিগত অবস্থানের মধ্যে যে কোনও সমন্বয় নেই তা ফের স্পষ্ট হয়ে যাচ্ছে।