উত্তরে পাহাড় থেকে সমতল, বন্‌ধের চিহ্নমাত্র দেখা গেল না, বাগানে শ্রমিকদের ১০০ শতাংশ উপস্থিতি

রাজ্যের কারখানা থেকে চা-বাগান আবহাওয়ার খামখেয়ালিপনাকে উপেক্ষা করে এবং কর্মনাশা বন্ধকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করলেন শ্রমিকেরা

Must read

সংবাদদাতা, দার্জিলিং : ঢাক-ঢোল পিটিয়ে বামেরা বন্‌ধ ডাকলেও তার কোনও প্রভাবই পড়ল না। বামেদের শ্রমিক ও কৃষক সংগঠনের ডাকা বন্ধের দিনই রাজ্যের সবক্ষেত্রেই শ্রমিক উপস্থিতি ছিল ১০০ শতাংশ। রাজ্যের কারখানা থেকে চা-বাগান (tea garden) আবহাওয়ার খামখেয়ালিপনাকে উপেক্ষা করে এবং কর্মনাশা বন্ধকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করলেন শ্রমিকেরা। দার্জিলিং জেলায় প্রায় ৮৭ টি চা-বাগান রয়েছে।

আরও পড়ুন-গণছাঁটাই নিয়ে ট্রাম্পের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

প্রত্যেকটি বাগানেই বুধবার শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকদিনের মতোই তাঁরা কাজ করলেন। কাজ শেষে শ্রমিকেরা জানিয়েছেন, এই কর্মনাশা বনধকে তাঁরা সমর্থন করেন না। সিপিএম বনধের রাজনীতি করে আর শ্রমিকদের সমর্থন পাবে না বলেও সাফ জানিয়ে দিলেন চা-বাগানের শ্রমিকেরা। একই সঙ্গে তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা-শ্রমিকদের কথা ভাবেন। রাজ্যের উদ্যোগেই চা-বলয়ে উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে চা-শ্রমিকেরা মাথার ওপর ছাদ পেয়েছেন। বন্ধ বাগানগুলি খুলেছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই। চা-শ্রমিকেরা মুখ্যমন্ত্রীর পাশে।

Latest article