প্রতিবেদন : লক্ষ্মীপুজোতে অগ্নিমূল্য বাজার। পাশাপাশি ফের দাম বাড়ল অত্যাবশ্যক জ্বালানির। পেট্রোলের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড হারে বাড়ছে ডিজেলের দামও। পেট্রোলের পর এবার ডিজেলের দামও সেঞ্চুরি ছুঁইছুঁই। বুধবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩৪ পয়সা বেড়েছে। অন্যদিকে ডিজেলের দামও লিটার-পিছু বেড়েছে ৩৫ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ১০৬ টাকা ৭৭ পয়সা। অন্যদিকে সেঞ্চুরির পথে এগোচ্ছে ডিজেল। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৯৮ টাকা ৩ পয়সা। কলকাতার মতো দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়েও ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। বুধবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১০৬.১৯ টাকা। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৪.৯২ টাকা। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১২.১১ টাকা এবং ১০২.৮৯ টাকা।