ছাত্রীকে যৌন হেনস্থা করে সাধুর বেশে কুম্ভে পলাতক শিক্ষক, আত্মঘাতী কিশোরী

ভোপালের (Bhopal) সুখী সেওয়ানিয়া গ্রামে একটি স্কুলে শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে আত্মঘাতী হলেন এক ছাত্রী।

Must read

ভোপালের (Bhopal) সুখী সেওয়ানিয়া গ্রামে একটি স্কুলে শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে আত্মঘাতী হলেন এক ছাত্রী। এই অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচতে সেই শিক্ষক পালিয়েছিলেন কুম্ভমেলায়। সেখানে সাধু সেজে বসেছিলেন বেশ কয়েকদিন। পুলিশও একই পথ অবলম্বন করে সন্ন্যাসী সেজে অভিযুক্তের উপর নজর রেখে শেষ পর্যন্ত গ্রেফতার করল।

আরও পড়ুন-‘যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি’, দিল্লির পদপিষ্টের ঘটনায় মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ

পুলিশের তরফে খবর, নির্যাতিতা একাদশ শ্রেণির ছাত্রী। ২৫ জানুয়ারি রাতে সে হঠাৎ করেই বাড়িতে বিষ খায়। হাসপাতালে ভর্তি করানো হয় তবে শেষরক্ষা করা যায় নি। মৃত্যুর আগে সে বাবাকে জানিয়েছিল, স্কুলের এক শিক্ষক তাকে ক্লাসে যৌন হেনস্থা করেছেন। এরপরেই সেই ছাত্রীর বাবা পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ ঘটনার তিন দিন পর ওই ছাত্রীর সহপাঠী এবং স্কুলের অন্য শিক্ষকদের বয়ান রেকর্ড করে। যৌন হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু করা হয়। তবে এর মধ্যেই ফেরার অভিযুক্ত।

আরও পড়ুন-হরিদ্বারে হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ

সূত্রের খবর, তিনি বিহারের কৈমুর জেলার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়িতে গিয়ে পুলিশ খোঁজখবর শুরু করে। জানা যায়, প্রয়াগরাজে পালিয়েছেন অভিযুক্ত। সেখানে সাধু বেশে রয়েছেন। সেখানে পৌঁছয় ভোপাল পুলিশ। তারাও সাধু সেজে অভিযুক্তকে অনুসরণ করে বেশ কিছুদিন। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ভেবে প্রয়াগরাজ থেকে অভিযুক্ত শিক্ষক নিজের বাড়ির উদ্দেশে রওনা দিলে পথে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত ভোপালে একটি বেসরকারি কলেজে এমসিএ পড়ছিলেন ও ওই স্কুলে শিক্ষকতা করছিলেন বলেই খবর।

Latest article