চিত্র সাংবাদিককে ধাক্কা, ফের বিতর্কে মার্টিনেজ

পাঁচ ম্যাচে চার হার, ক্ষমা চাইলেন ভিনি জুনিয়র

Must read

ব্যারানকুইলা, ১২ সেপ্টেম্বর : এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martínez) আর বিতর্ক যেন সমার্থক। এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কলম্বিয়ার বিরুদ্ধে হারের পর মেজাজ হারিয়ে এক ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়ে খবরের শিরোনামে আর্জেন্টিনা জাতীয় দলের গোলকিপার। তাঁর বিরুদ্ধে শাস্তির দাবি তুলে ফিফার দ্বারস্থ হচ্ছে কলম্বিয়ার ক্রীড়া সংবাদিক সংস্থা।

আরও পড়ুন- ভনকে উড়িয়ে দিলেন সানি, শচীন মন্তব্য

কলম্বিয়ার একটি স্পোর্টস চ্যানেলের ক্যামেরাম্যান জনি জ্যাকসন ওই ম্যাচ কভার করছিলেন। খেলা শেষ হওয়ার পর, মার্টিনেজ (Emiliano Martínez) যখন মাঠ ছাড়ছেন, তখন তাঁর কাছে গিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ওই ক্যামেরাম্যান। তখনই আর্জেন্টিনা গোলকিপার সপাটে চড় মেরে ক্যামেরা মাটিতে ফেলে দেন। ওই ক্যামেরাম্যানকে ধাক্কাও দেন। এই ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করেছে কলম্বিয়া ক্রীড়া সাংবাদিক সংস্থা। তারা মার্টিনেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
এদিকে, শেষ পাঁচ ম্যাচের চারটিতে হার। চরম দুঃসময়ের মধ্য দিয়ে চলেছে ব্রাজিল। শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর ক্ষোভে ফুটছে গোটা ব্রাজিল। চাপে পড়ে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস জুনিয়র। নেইমারের অনুপস্থিতিতে ভিনিসিয়াসের উপর বাড়তি নির্ভর করেছিল দল। কিন্তু তিনি চূড়ান্ত ব্যর্থ। রিয়াল মাদ্রিদ তারকা বলছেন, ‘‘আমি ব্রাজিলীয় ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চাইছি। ওঁরা সবসময় আমাদের পাশে থাকেন। কিন্তু আমরা ওঁদের হতাশ করছি। এই মুহূর্ত দল খুব কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছে। আমাদের এখন একটাই লক্ষ্য— পরের ম্যাচগুলোয় উন্নতি করা।’’

Latest article