সংবাদদাতা, পুরুলিয়া : মুখ্যমন্ত্রীর হাতে গড়া জঙ্গলসুন্দরী কর্মনগরীতে আরও ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ আসতে চলেছে। শ্যাম স্টিল, নক্ষিত আয়রন অ্যান্ড স্টিল এবং রশ্মি শিল্পগোষ্ঠী এই বিপূল পরিমাণ টাকা নতুন শিল্পের জন্য বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার জানান জেলা সভাধিপতি নিবেদিতা মাহাত। তিনি বলেন, সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আয়োজিত চার জেলার সিনার্জি বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। বিনিয়োগ বাড়লে স্বভাবতই জেলায় কর্মসংস্থান বাড়বে। সিনার্জি বৈঠক এবার হয়েছে দুর্গাপুরে। সেখানেই তিনটি শিল্পগোষ্ঠী পুরুলিয়ায় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। রঘুনাথপুর (Raghunathpur) শিল্পতালুকে শ্যাম স্টিল একটি বৃহৎ কারখানা গড়ে তুলেছে। সেখানেই তারা নতুন করে ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। রশ্মি শিল্পগোষ্ঠী কারখানা গড়ছে ৫,৬৫৩ কোটি টাকা বিনিয়োগ করে। নক্ষিত গ্রুপ কারখানা গড়ছে ১৪৪০ কোটি টাকায়। চলতি অর্থবর্ষেই বিনিয়োগ শুরু হয়ে যাবে। সভাধিপতি বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে রঘুনাথপুর (Raghunathpur) শিল্পতালুকে পরিকাঠামো গড়ে দেওয়া হয়েছে। জমির সমস্যা নেই। আছে জল ও বিদ্যুৎ।
আরও পড়ুন-প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগে সুখবর: ৫০ হাজার কর্মসংস্থান! বুধ থেকে পোর্টালে আবেদন গ্রহণ

