ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে চুক্তি রাজ্যের

রাজ্য সরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের ব্যাংক ঋণ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হল রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের ব্যাংক ঋণ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হল রাজ্য সরকার। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের প্রধান সচিব রাজেশ পান্ডে সোমবার ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফান্ডের সিইও সন্দীপ ভার্মার সঙ্গে নবান্নে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

আরও পড়ুন-ব্রিটেনের সঙ্গে বাণিজ্যচুক্তি অটুট থাকবে, জানাল ভারত

এর ফলে সংশ্লিষ্ট সংস্থা ব্যাংক ঋণের ৮৫ শতাংশ গ্যারান্টি দেবে। রাজ্য সরকার ১৫ শতাংশ গ্যারান্টি বহন করবে। বকলমে ব্যাঙ্কের দেওয়া ১০০ শতাংশ জামিনদার হল সরকার। ফলে এবার সব ধরনের সরকারি, রাষ্ট্রায়ত্ত, সমবায় ও বেসরকারি ব্যাংক এই প্রকল্পে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে আর পিছপা হবে না বলে মনে করছে রাজ্য। আবার ঋণের অঙ্কের ১০% ভর্তুকি দেবে রাজ্য সরকার।

Latest article