ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল অ্যাটাল (Gabriel Attal)। এই প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল ফ্রান্স। পদত্যাগী এলিজাবেথ বর্নের জায়গায় এলেন অ্যাটেল। ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েলকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ। এতদিন অ্যাটাল ফ্রান্সের শিক্ষামন্ত্রী ছিলেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে অ্যাটালই সর্বকনিষ্ঠ।
আরও পড়ুন- নেতাদের গ্রেফতার করে ফাঁকা এলাকায় ভোটে জেতার বিজেপির চক্রান্ত ব্যর্থ হবে : মুখ্যমন্ত্রী
ফরাসি রাষ্ট্রপতির ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত অ্যাটাল (Gabriel Attal)। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথকে নিযুক্ত করেন ম্যাক্রঁ। এরপর সোমবারই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন এলিজাবেথ। এবার অ্যাটালই ম্যাক্রঁর ভরসা। তবে, নেতা বদলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারেই বদল ঘটবে না বলেই মনে করছেন বিরোধীরা। ফরাসী বিরোধী নেতারা জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রীর থেকে তাঁদের কিছুই আশা করেন না।