লন্ডভন্ড নিউজিল্যান্ড

উত্তর নিউজিল্যান্ডের আছড়ে পড়ল প্রবল ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। অতি শক্তিশালী সাইক্লোনের ধাক্কায় লন্ডভন্ড নিউজিল্যান্ডের বহু এলাকা।

Must read

উত্তর নিউজিল্যান্ডের আছড়ে পড়ল প্রবল ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। অতি শক্তিশালী সাইক্লোনের ধাক্কায় লন্ডভন্ড নিউজিল্যান্ডের বহু এলাকা। বাড়িঘর ভেঙেছে, বিদ্যুৎ নেই, পানীয় জল নেই। সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল গত শনিবার রাতে অস্ট্রেলিয়ার তাসমান সাগরে নরফোক দ্বীপপুঞ্জের কাছে ঘনীভূত হয়।

আরও পড়ুন-লিথিয়াম তোলার চেষ্টা হলেই হামলা, হুমকি পাক জঙ্গিদের

বর্তমানে ঘূর্ণিঝড়টি নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাবে সে দেশের বৃহত্তম শহর অকল্যান্ড, নর্থ আইল্যান্ড ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি চলছে। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে বাতিল করা হয়েছে পাঁচশোর বেশি বিমান। অকল্যান্ড-সহ উত্তরাঞ্চলের পাঁচটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি বলেছেন, প্রবল বর্ষণের কারণে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে গিয়েছে। রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। তবে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হচ্ছে।

Latest article