৭৭ বছর বয়সে মারা গেলেন ‘জনগণের গায়ক’ হিসেবে পরিচিত তেলেঙ্গানার গণসংগীত শিল্পী এবং নকশালপন্থী রাজনীতিক গদর ওরফে গুম্মাডি ভিত্তল রাও (Gummadi vittal rao)। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবি গদরের (Gummadi vittal rao) প্রয়াণে শিল্পী ও সাহিত্যিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। গদরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। পৃথক তেলেঙ্গানার দাবি তোলা গদর ১৯৪৯ সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের (বর্তমান তেলেঙ্গানার) মেডক জেলার তুপরানে জন্মগ্রহণ করেন। ছেলেবেলাতেই গণআন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। পরবর্তীকালে নকশাল আন্দোলনে যোগ দেন। আশির দশকে কেন্দ্র ও অন্ধ্রপ্রদেশ সরকারের মাথাব্যথার কারণ হয়ে ওঠা নকশালপন্থী সংগঠন ‘জনযুদ্ধ’ গোষ্ঠীর সক্রিয় কর্মী ছিলেন তিনি।
আরও পড়ুন- শাড়ির আঁচলে মুখ্যমন্ত্রী, পাড়ে ঘাসফুল, অসাধারণ তাঁতশিল্পী