সুর বদল: রোহিত-বিরাটে মুগ্ধ গম্ভীর

Must read

সিডনি, ২৭ অক্টোবর : ২০২৭ বিশ্বকাপে দু’জনের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। যদিও কোচ গৌতম গম্ভীরের প্রশংসা আদায় করেই অস্ট্রেলিয়া ছেড়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি (Rohit_sharma_Virat_Kohli)। রোহিত তো সিরিজের সেরার পুরস্কারের পাশাপাশি দলেরও বিশেষ পুরস্কার পেয়েছেন।
সিডনিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেন গম্ভীর। সেই ভিডিও সোমবার পোস্ট করেছে বিসিসিআই। সেখানে গম্ভীরকে বলতে শোনা গিয়েছে, এই ম্যাচে আমরা মাঠে নেমেছিলাম বিশেষ কিছু অর্জন করার জন্য। আমরা মরিয়া ছিলাম। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মাঠে নেমে সেটা দিয়েছি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব বিভাগে দাপট দেখিয়ে ম্যাচও জিতেছি। রো-কো জুটির উচ্ছ্বসিত প্রশংসা করে গম্ভীর আরও বলেছেন, রান তাড়া করতে নামার পর, রোহিত ও শুভমনের শুরুটা খুব ভাল হয়েছিল। ওরা ভিত তৈরি করেছে। এরপর রোহিত ও বিরাটের জুটিটা তো অসাধারণ। রোহিতের কথা আলাদা করে বলতেই হচ্ছে। ও সেঞ্চুরি করেছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল, রোহিত ও বিরাট খেলাটা শেষ করেই ফিরেছে। যা রান তাড়া করার প্রধান শর্ত।

আরও পড়ুন-আইসিইউ-তে শ্রেয়স, সিডনি যাচ্ছে পরিবার

দলের বোলারদেরও প্রশংসা করেছেন গম্ভীর। তিনি বলেন, বোলাররা দুর্দান্ত বল করেছে। বিশেষ করে, অস্ট্রেলিয়া যেভাবে প্রথম ১০ ওভারেই ৬৩ রান তুলে ফেলেছিল, সেখান থেকে ওদের ২৩৬ রানে আটকে রাখা বড় কৃতিত্ব। আমি আলাদা করে হর্ষিতের নাম বলতে চাই। ও দুর্দান্ত বল করেছে। ওকে একটাই কথা বলব, মাটিতে পা রেখে চলো। সবে শুরু করেছো। এখনও অনেকটা পথ চলা বাকি।
এদিকে, গম্ভীরের ভাষণের পর রোহিতের (Rohit_sharma_Virat_Kohli) হাতে সিরিজের ইমপ্যাক্ট প্লেয়ারের পুরস্কার তুলে দেন দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লি রু। তিনি বলেন, দলের সঙ্গে এটাই আমার প্রথম সিরিজ। সবার সঙ্গে এর মধ্যেই দারুণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এই দলটা কতটা শক্তিশালী, সেটা মাঠেই প্রমাণ হয়েছে। রোহিত অসাধারণ। ইমপ্যাক্ট প্লেয়ারের পুরস্কার ওরই প্রাপ্য।

Latest article