মুম্বই, ২ নভেম্বর : অস্ট্রেলিয়া গেলেন গৌতম গম্ভীর। মঙ্গলবারই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে খবর।
পারথ টেস্ট শেষ হওয়ার পর ২৬ নভেম্বর গম্ভীর দেশের উড়ান ধরেছিলেন। পারিবারিক জরুরি কারণে দল ছেড়ে তাঁকে দিল্লি ফিরতে হয়েছিল। তখনই ঠিক ছিল যে তিনি অ্যাডিলেড টেস্টের আগে ফিরে আসবেন। সেই মতো গম্ভীর সোমবার অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন। পারথে ভারত ২৯৫ রানে হরিয়েছিল অস্ট্রেলিয়াকে।
আরও পড়ুন-যোগ্যরা ব্রাত্য, আবাসের তালিকায় আছে বিজেপি নেত্রীর পরিবারের নাম
কিন্তু অ্যাডিলেডে শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অধিনায়ক রোহিত শর্মা দলে যোগ দিয়েছেন। আঙুলের চোট সেরেছে শুভমন গিলেরও। দুজনেই মানুকা ওভালে দিন-রাতের প্রস্তুতি ম্যাচে খেলেছেন। রোহিত রান না পেলেও শুভমন হাফ সেঞ্চুরি করেছেন। কিন্তু অ্যাডিলেডে গত সফরের স্মৃতি নিশ্চয়ই ভিড় করবে রোহিতদের মনে। সেখানে সেবার প্রথম ইনিংসে ভারত ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। গোলাপি বলে জস হ্যাজলউডকে সামলাতে পারেননি ভারতীয় ব্যাটাররা। এবার অবশ্য চোটের জন্য হ্যাজলউড অ্যাডিলেড টেস্টে নেই। গম্ভীর দলে যোগ দিলে সবথেকে বড় মাথাব্যাথা থাকবে ওপেনিং স্লট নিয়ে। রোহিত কি শুরুতে আসবেন? প্রশ্ন রয়েছে। রবীন্দ্র জাদেজাকে ওয়াশিংটন সুন্দরের জায়গায় ফেরানো হবে কিনা সেটাও প্রশ্ন। অ্যাডিলেড টেস্টের আগে এইসব প্রশ্নেরই সমাধান করতে হবে কোচকে।