দাড়িতে পাক ধরেছে মানে সরতে হবে গম্ভীরকে-বিরাট খোঁচা, পাশে শাস্ত্রী

জাতীয় দলের প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের ক্যানসার ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’ লন্ডনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল।

Must read

লন্ডন, ৯ জুলাই : রবি শাস্ত্রী পাশে না থাকলে, আজ তিনি এই জায়গার পৌঁছতে পারতেন না। সাফ জানালেন বিরাট কোহলি। জাতীয় দলের প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের ক্যানসার ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’ লন্ডনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই এই কথা বলেন বিরাট।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের সব ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফরাও। আমন্ত্রিত ছিলেন বিরাট, শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারা, ক্রিস গেইল, কেভিন পিটারসেন, রবি শাস্ত্রী, ড্যারেন গফদের মতো তারকারা। অনুষ্ঠানে একটি আলোচনা সভাও হয়। সেখানেই সবার সঙ্গে কথা
বলেন সঞ্চালক।

আরও পড়ুন-কোথায় বন্‌ধ! সারাদিন কর্মব্যস্তই থাকল বাংলা

বিরাটকে সঞ্চালকের প্রথম প্রশ্ন ছিল, কেন তিনি টেস্ট থেকে অবসর নিলেন। উত্তরে রসিকতার ছলে বিরাট বলেন, দু’দিন আগেই দাড়িতে কলপ লাগিয়েছি। যখন চার দিন অন্তর অন্তর দাড়িতে কলপ করতে হয়, তখন বুঝতে হবে এবার সরে দাঁড়ানোর সময় হয়ে এসেছে।
ফিটনেসে তাঁকে টেক্কা দেবে, এমন ক্রিকেটার এখনও জাতীয় দলে কেউ নেই। তাহলে কেন হঠাৎ করে এমন কথা বললেন বিরাট? ওয়াকিবহাল মহল মনে করছে, এই মন্তব্য করে বর্তমান কোচ গৌতম গম্ভীরের ‘তারুণ্য’ নীতিকেই খোঁচা দিয়েছেন কিং কোহলি।
তবে শাস্ত্রীর প্রশংসা করতে কোনও কার্পণ্য করেননি বিরাট। তিনি বলেন, সত্যি কথা বলছি, ওঁর সঙ্গে কাজ না করলে এই সাফল্য পেতাম না। আমার জন্য রবি ভাই অনেক কিছু করেছেন। আমাদের মধ্যে অসাধারণ বোঝাপড়া ছিল। সাংবাদিক বৈঠকে আমার জন্য একের পর এক কড়া প্রশ্নের মোকাবিলা করেছেন। উনি পাশে না থাকলে পরিস্থিতি অন্যরকম হত। আমার ক্রিকেট কেরিয়ারের ওঁর বিরাট অবদান।
পাল্টা বক্তব্য রাখতে গিয়ে শাস্ত্রী বলেন, মাঠের ভিতরে ও বাইরে বিরাট সম্পূর্ণ আলাদা চরিত্রের। মাঠের বাইরে দারুণ নম্র এবং আমুদে। কিন্তু মাঠের ভিতরে বিরাট দানব! প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়বে না। শাস্ত্রী ২০২১ সালে বিরাটের নেতৃত্বে লর্ডস টেস্ট জয়ের উদাহরণ টেনে শাস্ত্রী আরও বলেন, চতুর্থ দিনের শেষে আমরা খুব একটা ভাল জায়গায় ছিলাম না। ইংল্যান্ডের সব কাগজ আমাদের পরাজয় নিশ্চিত বলে ধরে নিয়েছিল। কিন্তু শামি ও বুমরা ইংল্যান্ডকে শেষ করে দিয়েছিল। আর এই জয়ে বড় ভূমিকা ছিল অধিনায়ক বিরাটের।

Latest article