রান না পেলে বাদ রোহিত, বিরাটও, শর্ত গম্ভীরের

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গম্ভীরের শর্তগুলোর মধ্যে অন্যতম হল ভারতীয় দলের ক্রিকেট সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত তিনি নেবেন।

Must read

নয়াদিল্লি, ২৪ জুন : জোর চর্চা, রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসাবে টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব পাচ্ছেন গৌতম গম্ভীর। গত সপ্তাহেই বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটির কাছে ভিডিও কলে ইন্টারভিউ দিয়েছেন গম্ভীর। সেখানে পাঁচটি শর্ত রেখেছেন তিনি। বোর্ড এই শর্তগুলো মেনে নিলে তবেই তিনি জাতীয় দলের দায়িত্ব নেবেন।

আরও পড়ুন-টেন্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রশ্ন দিঘা-সহ ২ উন্নয়ন পর্ষদের প্রয়োজন নিয়েও

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গম্ভীরের শর্তগুলোর মধ্যে অন্যতম হল ভারতীয় দলের ক্রিকেট সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত তিনি নেবেন। বোর্ড কর্তাদের সেখানে হস্তক্ষেপ করা চলবে না। এছাড়া নিজের পছন্দ মতো সহকারী কোচও তিনি বেছে নেবেন বলে জানিয়েছেন গম্ভীর। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ নির্বাচনে তাঁর কথাই হবে শেষ কথা। এই বিষয়ে কোনও সুপারিশে তিনি কর্ণপাত করবেন না।
তবে গম্ভীরের শর্তের তালিকায় সবথেকে গুরুত্বপূর্ণ হল চার সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামিকে নিয়ে তাঁর পরিকল্পনা। গম্ভীর ইন্টারভিউতে স্পষ্ট জানিয়েছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এই চার তারকা ক্রিকেটারের অগ্নিপরীক্ষা। যদি বিরাট-রোহিতরা ওই টুর্নামেন্টে ভারতকে চ্যাম্পিয়ন করতে না পারেন, তাহলে সাদা বলের ফরম্যাট থেকে বাদ পড়বেন! অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল সাফল্য না পেলে, বিরাটদের সাদা বলের ভবিষ্যৎ অনিশ্চিত। গম্ভীরের এই শর্তেই পরিষ্কার, চার সিনিয়রকে তিনি শুধু লাল বলের ফরম্যাটের জন্যই ভাবছেন।
গম্ভীরের বাকি দু’টি শর্তের মধ্যে রয়েছে, টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের জন্য তাঁর আলাদা আলাদা দল চাই। ক্রিকেটারদের টানা ম্যাচ খেলার চাপ এবং দক্ষতার কথা মাথায় রেখেই দুই ফরম্যাটের জন্য আলাদা দল তৈরি রাখতে চান। আর দায়িত্ব নেওয়ার পরই ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিতে চান গম্ভীর।

Latest article