মুম্বই, ২৬ মার্চ : চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য ভারতীয় দলের জন্য ৫৮ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। এই অর্থ দলের সব ক্রিকেটার এবং কোচিং স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। খেলোয়াড় ও হেড কোচ গৌতম গম্ভীর পাবেন তিন কোটি করে। সহকারী কোচ ও বাকি সাপোর্ট স্টাফদের দেওয়া হবে ৫০ লক্ষ টাকা করে।
আরও পড়ুন-স্বচ্ছ রেশন-ব্যবস্থাপনায় এগিয়ে বাংলা, মোদি-যোগীরাজ্যকে টেক্কা
প্রসঙ্গত, গত বছর টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও ভারতীয় দলকে ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছিল বোর্ড। ক্রিকেটারদের মতো তৎকালীন কোচ রাহুল দ্রাবিড়কেও দেওয়া হয়েছিল পাঁচ কোটি। বাকি সাপোর্ট স্টাফদের জন্য বরাদ্দ ছিল আড়াই কোটি করে। কিন্তু বাড়তি অর্থ নিতে রাজি হননি দ্রাবিড়। তিনি জানিয়েছিলেন, বাকি সাপোর্ট স্টাফদের মতো তিনিও আড়াই কোটি টাকা নেবেন।
আর এই প্রসঙ্গ টেনেই নিজের কলামে গম্ভীরকে খোঁচা দিয়েছেন সুনীল গাভাসকর। তিনি লিখেছেন, ‘‘টি-২০ বিশ্বকাপ জেতার পর আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু রাহুল দ্রাবিড় নিজের সাপোর্ট স্টাফদের থেকে বেশি বোনাস নিতে রাজি হয়নি। সব টাকা সহকারীদের সঙ্গে ভাগ করে নিয়েছিল দ্রাবিড়। প্রায় সপ্তাখানেক হয়ে গেল, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্যও বোর্ড আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। তবে আমরা এখনও বর্তমান কোচের কাছে থেকে কিছু শুনতে পাইনি। উনিও কি দ্রাবিড়ের মতো করবেন? নাকি রোল মডেল হিসাবে দ্রবিড় ভাল নয়?’’