প্রতিবেদন : গান্ধী হত্যাকারীদের মুখে ফের নতুন হুমকি। ইন্ডিয়ার বদলে ভারত ইস্যুতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মুখে ফের সব পাল্টে দেওয়ার হুমকি। বিজেপি সাংসদের হুমকি প্রকাশ্যে আসতেই এর তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলছে, ইন্ডিয়া জোট তৈরি হয়ে গিয়েছে। আর তাতেই ভয় পেয়ে গিয়েছে বিজেপি শিবির। তাই দেশের নাম নিয়ে অবাঞ্ছিত বিতর্ক তৈরি করছে তারা।
আরও পড়ুন-তিন দিনেই ৩০০ কোটি!
আসল কথা হল, দ্রব্যমূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই এই বিতর্ক তুলছে গেরুয়া শিবির। মণিপুরে নারী-নির্যাতন, প্রাণহানি নিয়ে কোনও কথা নেই বিজেপির মুখে। নিজেদের ব্যর্থতা চাপা দিতে এভাবেই কখনও দেশের নাম নিয়ে কখনও-বা কোনও শহরের নাম নিয়ে অযথা বিতর্ক তৈরি করছে বিজেপি। গান্ধীহত্যাকারীদের মুখে এই নয়া হুমকি নিয়ে এর মধ্যেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে আমজনতার মধ্যেও। দিলীপ ঘোষরা দলের মধ্যে এখন আর কলকে পাচ্ছেন না, তাই এসব বলে রাজনৈতিকভাবে ভেসে থাকার চেষ্টা করছেন তাঁরা।