প্রতিবেদন : মুম্বইয়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন বাংলাতেও গণেশপুজোর ঢল নেমেছে। কলকাতায় প্রায় পাড়ায় পাড়ায় শুরু হয়েছে গণেশপুজো। এ বছর গণেশ চতুর্থীর উৎসব বিশেষ হতে চলেছে। প্রায় দশ বছর পর গণেশ চতুর্থীতে একটি বিশেষ সংযোগের ঘটনা ঘটতে চলেছে। এই সংযোগে যাঁরা বিধি মেনে গণেশ পুজো করবেন, তাঁদের সমস্ত ইচ্ছা নাকি পূর্ণ হবে।
আরও পড়ুন-ভারত থেকে বিদ্যুৎ আসছে বাংলাদেশে সংকট কাটার আশা
সেই সঙ্গে গণেশের কৃপা থাকবে তাঁদের উপর। এই ভাবনা থেকেই এবার পুজো নিয়ে আগ্রহ তুঙ্গে। বিভিন্ন জেলার পটুয়া পাড়ায় গণেশের প্রতিমা নিয়ে ব্যস্ততা তুঙ্গে। কুমোরটুলিতেও ঘরে ঘরে তৈরি হচ্ছে গণেশ। করোনার ভয় কেটে যাওয়ার পরে এবার প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে আয়োজন হচ্ছে পুজোর। কুমোরটুলিতে প্রতিমাশিল্পীরা রাত জেগে শেষ তুলির টান দিচ্ছেন। পুজোর আগের দিনও কাঁকিনাড়া রায়বাহাদুর রোডের পটুয়াপাড়ায় দেখা গেল চরম ব্যস্ততা। মাঝে মাঝে বৃষ্টি প্রতিমার কাজে ব্যাঘাত ঘটিয়েছে। তাই বায়না অনেক থাকলেও শেষ মুহূর্তে অনেক বরাত ফিরিয়ে দিতে হয়েছে প্রতিমা শিল্পীদের।