প্রতিবেদন : ডবল ইঞ্জিন সরকারের রাজ্য যে কতটা বর্বরোচিত তার প্রমাণ মিলছে বারংবার। চাকরির টোপ দেখিয়ে এবার ওড়িশায় গণধর্ষণ (gang rape) করা হল এক তরুণীকে। কু-কর্মের শেষে ওই নির্যাতিতাকে রাস্তায় ফেলেই পালাল অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। নির্যাতিতার অভিযোগ, দুই পরিচিত ব্যক্তি চাকরির কথা বলে তাকে বাংরিপোসি এলাকা থেকে গাড়িতে তোলে। এর মাঝে গাড়িতে আরও তিনজন লোক ওঠে। এরপর তাঁকে ৮০ কিলোমিটার দূরে উদালা এবং বালাসোর শহরের মাঝে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ (gang rape) করে পাঁচ অভিযুক্ত। নির্যাতিতা পুলিশকে জানায়, ধর্ষণের পরে তাঁকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় পাঁচ জন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। এখনও পর্যন্ত আটক দুই, বাকি তিনজনের খোঁজ চলছে।
আরও পড়ুন- অসমে হিমন্ত সরকারের তীব্র বাংলা বিদ্বেষ ডি-ভোটার তালিকায় রাখা হল বাঙালিদের