প্রতিবেদন : দীর্ঘ টালবাহানা ও নাটকের পর এবার আদালতে কলকাতা পুলিশের তদন্তে সিলমোহর দিল সিবিআই। শুক্রবার (২৮ মার্চ) হাইকোর্টে এক মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, আরজি করের ঘটনায় ‘গণধর্ষণ’ হয়নি। শুধু নথি বা মোবাইলের তথ্যপ্রমাণ নয়, ১৪ জন চিকিৎসককে নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী এখনও একজনই ঘটনা ঘটিয়েছে। তদন্তের শুরুতেই যেকথা প্রমাণ করেছিল কলকাতা পুলিশ। খুন-ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশ কতদুর পর্যন্ত তদন্ত করেছিল সেই কেস ডায়েরি সিবিআইকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত। পাশাপাশি ময়নাতদন্ত রিপোর্টে, ইনকোয়েস্ট রিপোর্টে কী উল্লেখ করা হয়েছিল ও এখনও পর্যন্ত কতজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই সেই তালিকা আগামী ২৩ এপ্রিল আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর অপমান মানে দেশের অপমান, প্রতিবাদ ছাত্র পরিষদের