সংবাদদাতা, গঙ্গাসাগর : মেলা শুরুর আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ত ও সাধারণ পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন। শুক্রবার থেকে জমজমাট গঙ্গাসাগর। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন মেলার। ১৪ ও ১৫ জানুয়ারি অর্থাৎ রবি ও সোমবার মকর সংক্রান্তির পুণ্যস্নান গঙ্গাসাগরে। এবার রেকর্ড ভাঙা ভিড় হবে বলে মনে করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
আরও পড়ুন-গঙ্গাসাগরে আলোকসজ্জায় ৭৫ লক্ষ
শুক্রবার সন্ধ্যা থেকেই গঙ্গাসাগরে শুরু হয়েছে আরতি। এদিনের এই গঙ্গা-আরতিতে উপস্থিত রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও বঙ্কিম হাজরা-সহ দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ও রাজ্য প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি এই জেলার একাধিক বিধায়ক প্রতিটি পয়েন্টে দায়িত্বের সঙ্গে কাজ করছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো লট নম্বর এইটে আছেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, কচুবেড়িয়ায় আছেন গিয়াসউদ্দিন মোল্লা ও যোগরঞ্জন হালদার। গঙ্গাসাগরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সমস্ত জায়গা থেকে নজরদারি চালানো হচ্ছে। মোতায়েন করা হয়েছে পুলিশ।
আরও পড়ুন-সাগর থেকে এয়ারলিফ্ট, শহরে আনা হল রোগীকে
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, গঙ্গাসাগরে পুণ্যার্থীরা যাঁরা আসছেন, তাঁদের পরিষেবায় রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। মেলা গ্রাউন্ডে রয়েছে নানান রকমের আলোকসজ্জা। রাজ্য সরকারের উদ্যোগে গঙ্গাসাগর এখন বিশ্বের দরবারে আবেগময় হয়ে উঠেছে।