সংবাদদাতা, হুগলি : বাংলাকে স্বপ্নের নগরী করে তুলতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই বারাণসীর ধাঁচে এরাজ্যেও গঙ্গা আরতি করার ইচ্ছে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথামতো বিগত দিনে কলকাতা-সহ হুগলি জেলার কোন্নগর বারো মন্দির ঘাট, চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাট, ত্রিবেণী সঙ্গমে এমন গঙ্গা আরতি দেখা গিয়েছিল। এবার চন্দননগর রানিঘাট থেকে বৈদ্যবাটি পর্যন্ত লঞ্চে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল।
আরও পড়ুন-রাখিতে বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে বার্তা
মা গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে ও শ্রাবণী মেলাকে সামনে রেখে গঙ্গাবক্ষে এক বিশেষ আরতি করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ও চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, আরামবাগের নবনির্বাচিত সাংসদ মিতালি বাগ, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী-সহ হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকরা। এই বিশেষ দৃশ্যের সাক্ষী থাকতে চন্দননগর রানিঘাটে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। বিশেষ পরিবেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে যথেষ্ট খুশি স্থানীয় মানুষজনও।