কলকাতায় এবার ক্রুজে চেপে গঙ্গা আরতি দর্শন

বাবুঘাট থেকে শুরু হবে এই গঙ্গাবিহার। এই গঙ্গাবিহারের মূল লক্ষ্যই হল কলকাতার বাবুঘাট ও হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতি দেখানো।

Must read

প্রতিবেদন : লঞ্চ নয়, এবার ক্রুজে চেপে কলকাতার গঙ্গা আরতি চাক্ষুষ করার সুযোগ মিলবে। সেইসঙ্গে সুযোগ মিলবে বাউল গান শোনার। হুগলি জলপথ পরিবহণ ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে নতুন এই পরিষেবা চালু হতে চলেছে। আগামী পয়লা জুলাই থেকেই গঙ্গা আরতি দর্শনের সুযোগ মিলবে অভিনব উপায়ে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর প্রশংসায় বাঁকুড়া পুরসভা

বাবুঘাট থেকে শুরু হবে এই গঙ্গাবিহার। এই গঙ্গাবিহারের মূল লক্ষ্যই হল কলকাতার বাবুঘাট ও হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতি দেখানো। একটি বেসরকারি সংস্থার লঞ্চে এই গঙ্গা আরতি দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আড়াই ঘণ্টার এই গঙ্গাবিহারে থাকছে বাউল গান শোনার সুযোগ। এছাড়াও থাকছে ফুচকা, ঝালমুড়ি-সহ নানা ধরনের খাবারের আয়োজন। এই গঙ্গাবিহারের জন্য টিকিটের মূল্য ৩০০ টাকা হতে পারে বলে খবর। বেসরকারি সংস্থার এই লঞ্চটি বাবুঘাট থেকে ছেড়ে প্রথমে যাবে নিমতলা ঘাটে। এরপরে সেটি হাওড়া ব্রিজ, মিলেনিয়াম পার্ক হয়ে ফের বাবুঘাটে যাবে। সেখানে গঙ্গা আরতি দর্শন করাবে। এরপর লঞ্চটি যাবে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। সেখানেও গঙ্গা আরতি দেখানো হবে। শেষে লঞ্চটি আবার বাবুঘাটেই ফিরে আসবে। প্রতিটি লঞ্চে ৪০ থেকে ৫০ জনের আসন রাখা হতে পারে। এই প্রসঙ্গে হুগলি জলপথ পরিবহণের ডিরেক্টর অজয় দে জানান, এই পরিষেবা চালু করার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। যাত্রী নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করে দ্রুত এই পরিষেবা চালুর কথা ভাবা হচ্ছে।

Latest article