দুলাল সিংহ, বালুরঘাট : সবুজ ঝড়ে ছিন্নমূল হল পদ্ম। গঙ্গারামপুর, বালুরঘাটে খাতায় খুলতে পারল না বিজেপি। এক কথায় বিরোধীশূন্য হল গঙ্গারামপুর ও বালুরঘাটে খাতা খুলতে পারল না বিজেপি, বালুরঘাটে বামেদের ঝোলায় মাত্র ২। বুধবার সকাল থেকে গঙ্গারামপুর স্টেডিয়াম ভোটগণনা কেন্দ্রে এবং বালুরঘাট হাই স্কুল ভোট গণনাকেন্দ্রে ভোটগণনা শুরু হওয়ার পর থেকে একের পর একটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের জয়লাভের খবরে তৃণমূল দলীয় কর্মী-সমর্থকরা জয়োল্লাসে মেতে ওঠে। শুরু হয় সবুজ আবির খেলা। ১৮ আসন বিশিষ্ট গঙ্গারামপুর পুরসভার সবক’টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থীরা জয়লাভ করেন। তবে রাজনৈতিক মহলের বিশেষ নজর ছিল এদিন বালুরঘাট পুর নির্বাচনের ফলাফলের দিকে। ৩ রাউন্ডের মাধ্যমে বালুরঘাটের ভোটগণনার প্রথম রাউন্ডেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থীরা বিরোধীদের পিছনে ফেলে কার্যত টপ গিয়ারে ছুটন্ত গতিতে ৯টি আসন ছিনিয়ে নেন। ২২ নং ওয়ার্ড থেকে ৫১২ ভোটে জয়যুক্ত হন তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী। এমনকী বিজেপির রাজ্য সভাপতির নিজস্ব বুথেও প্রচুর ভোটে লিড পান তৃণমূল প্রার্থী।