বঙ্গ

গঙ্গাসাগর সেতু, শিল্প সেতু, ফ্লাইওভার, ইকোনমিক করিডর! পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ ঘোষণা

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন ছিল চমকে মোড়া। একের পর এক চমক দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গঙ্গাসাগর সেতু, শিল্প সেতু থেকে উড়ালপুল পরিকাঠামোগত উন্নয়নে ঢালাও ঘোষণা করলেন তিনি।

রাজ্য বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উপর। নতুন রাস্তা তৈরি এবং সংস্কারের পাশাপাশি একাধিক সেতু নির্মাণের ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে, গঙ্গাসাগর সেতু, শিল্প সেতু। ইএম বাইপাস এবং নিউটাউনের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে নতুন উড়ালপুলের ঘোষণাও করেছে রাজ্য।

বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুড়িগঙ্গা নদীর উপর লট ৮ এবং সাগরদ্বীপের কচুবেড়িয়ার মধ্যে একটি ৩.১ কিলোমিটার দীর্ঘ সেতুর নির্মাণ হবে। নাম হবে ‘গঙ্গাসাগর সেতু’। এর ফলে গঙ্গাসাগরে তীর্থে যাওয়া আরও সহজ হবে। সেতু তৈরিতে ১২০০ কোটি টাকা খরচ হবে। এর মধ্যে প্রথম বছরের জন্য ২০০ কোটি বরাদ্দের ঘোষণা করেন তিনি।

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ রাস্তায় (এস এইচ- ৭) ‘কৃষক সেতু’র সমান্তরালে, দামোদর নদীর উপর ‘শিল্প সেতু’ নামের একটি চার লেন বিশিষ্ট নতুন ৬৪০ মিটার দীর্ঘ সেতু তৈরি করা হবে। সেতুটি তৈরি করতে খরচ হবে ২৮৬ কোটি টাকা। তিন বছর সময় লাগবে সেতুটি তৈরি হতে। প্রথম বছরের জন্য এই সেতু তৈরিতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া নিউটাউন এবং বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মোড় থেকে নিউটাউনের সিজি ব্লক সন্নিহিত মহিষবাথান পর্যন্ত একটি চার লেন বিশিষ্ট, ৭ কিলোমিটার দীর্ঘ উড়ালপুল নির্মাণের প্রস্তাব দিয়েছে রাজ্য। আগামী তিন বছরে তাতে খরচ হবে ৭২৮ কোটি টাকা। প্রথম বছরের জন্য এদিন ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।

আরও পড়ুন- গাড়ি-হোটেল ব্যবসায় বিপুল কর ছাড় বাজেটে

এছাড়াও ৬টি ইন্ডাস্ট্রিয়াল ও ইকোনমিক করিডর তৈরি হবে রাজ্যে। এগুলো হল ডানকুনি-খড়গপুর-রঘুনাথপুর, কল্যাণী-ডানকুনি, ডানকুনি-তাজপুর, পানাগড়-কোচবিহার, খড়গপুর-মুর্শিদাবাদ, বারাণসী-কলকাতা জাতীয় সড়ক বরাবর পুরুলিয়ার গুরুডি-জোকা। এর ফলে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা বাড়বে।
অন্যদিকে, পথশ্রী-১, পথশ্রী-২ প্রকল্পে ৬,৪৮৮ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত ২৬,৪৮৭ কিমি রাস্তার নির্মাণ এবং সংস্কার সম্পন্ন হয়েছে। কেন্দ্র গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের টাকা আটকে রাখা সত্ত্বেও, রাজ্যবাসীর জন্য পথশ্রী-৩ প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য, তাতে প্রায় ৩ হাজার ৮৬৮ কোটি টাকা খরচ হবে। এর আওতায় ১২০০০ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ রাস্তার নির্মাণ এবং সংস্কারও হবে।

Mrityunjoy Lokhsman

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago