সুস্মিতা মণ্ডল, সাগর : আমফান থেকে ইয়াস। প্রতিটি ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের উপকূলে গড়ে ওঠা দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ। প্রকৃতির সঙ্গে নিত্য লড়াই করে বেঁচে থাকে এখানকার মানুষ। সুন্দরবনের দ্বীপাঞ্চল সাগরের শ্রীধাম সর্বজনীন দুর্গোৎসব সেবাসমিতির পুজো এবার ৪২ বছরে। পুজোভাবনায় উঠে এসেছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। দেবী দুর্গাকে এখানে করোনাসুরনাশিনী হিসেবে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন-আলিপুরদুয়ারে দুর্গাবাড়ির প্রাচীন পুজো
পুজোর দিনগুলিতে রাজ্য সরকারের নানান সামাজিক প্রকল্পগুলি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পুজোর দিনগুলিতে রক্তদান, বস্ত্রবিতরণ থেকে শুরু করে নানান সামাজিক কর্মসূচি পালন করে কমিটি। রবিবার মহাপঞ্চমীতে ভার্চুয়াল পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপে ছিলেন স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ মণ্ডল। পুজো কমিটির সম্পাদক হরিপদ মণ্ডল জানালেন, সাগরের অন্যতম পুরনো পুজো। প্রতিবার পুজোর পাশাপাশি নানান সামাজিক দায়বদ্ধতা থাকে আমাদের। গত বছর থেকে করোনার বিরুদ্ধে লাগাতার লড়াই চলছে। এবারও করোনাবিধি মেনে পুজো হবে। থিমে থাকছে লক্ষ্মীর ভাণ্ডার। আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পটি অভাবনীয়। আরও প্রচারের প্রয়োজন আছে।