প্রতিবেদন : গঙ্গাসাগর মেলায় (gangasagar mela) গোটা বিশ্ব থেকে পুণ্যার্থীরা আসেন। কেন্দ্র সরকার কুম্ভমেলার মতো এই মেলাকে জাতীয় স্বীকৃতি না দিলেও গঙ্গাসাগর মেলা (gangasagar mela) বিশ্ব মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। কোটি কোটি মানুষের সমাগম হলেও সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে মেলা। এর মূল কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর একঝাঁক মন্ত্রীর। যার নেতৃত্বে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবারের গঙ্গাসাগর মেলা ছিল পরিবেশবান্ধব এবং প্লাস্টিকবর্জিত। তাই মেলা শেষ হতেই মেলাপ্রাঙ্গণ পরিষ্কার ও পরিচ্ছন্ন করার কাজে কোমরবেঁধে নেমে পড়েছেন অরূপ। সঙ্গে ছিলেন বঙ্কিম হাজরা, পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী, সুজিত বসু, বেচারাম মান্নার মতো একঝাঁক মন্ত্রী ও সাংসদ বাপি হালদার। মেলা শেষে অরূপ জানান, ‘শুদ্ধীকরণ প্রতিবার, গঙ্গাসাগরের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে গঙ্গাসাগর মেলার সূচনা করা হয়েছিল এবং তা সঠিকভাবে পালন করা হয়েছে। ৩০০ সৈকতপ্রহরী দিনরাত এক করে কাজ করে মেলাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রেখেছেন। তাঁদের সকলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ধন্যবাদ জানাই। সাফাই অভিযানের জেরে মেলা ফিরে পেয়েছে আগের রূপ, যা এক অর্থে গোটা দেশের কাছেই নজির।
আরও পড়ুন- দুই বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চায়, মেদিনীপুরের সভায় অভিষেক
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…