গঙ্গাসাগর মেলার জন্য কপ্টার ভাড়া নিচ্ছে পরিবহণ দফতর

Must read

প্রতিবেদন : এই প্রথম গঙ্গাসাগর মেলার জন্য কপ্টার ভাড়া নিচ্ছে পরিবহণ দফতর, ডাকা হল টেন্ডার, এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে।

গঙ্গাসাগর মেলার জন্য হেলিকপ্টার ভাড়া নিচ্ছে রাজ্য পরিবহন দফতর। এই প্রথমবার। তার জন্য টেন্ডারও ডাকা হয়েছে। ৮ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত দরপত্র জমা দিতে পারবে সংশ্লিষ্ট কপ্টার সংস্থাগুলি যারা সরকারকে গঙ্গাসাগর মেলায় কপ্টার ভাড়ায় দিতে চায়। মেডিক্যাল এমারজেন্সি সামাল দেওয়ার জন্যই এই ভাবনা৷ আগামী ১০ জানুয়ারি থেকেই গঙ্গাসাগরে বিভিন্ন জায়গা থেকে সাধুসন্নাসী ও পুণ্যার্থীরা আসতে শুরু করবে। এরপর আছে মকর সংক্রান্তীর স্নান। কয়েক লক্ষ্য মানুষের যাতায়াতে প্রতি বছর সরগরম থাকে গঙ্গাসাগর। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সমন্বয়ে সুষ্ঠুভাবে যাতে গঙ্গাসাগর মেলা সম্পন্ন করা যায় তার জন্য বিভিন্ন মন্ত্রীকে আলাদা করে দায়িত্ব দেওয়া হয়

আরও পড়ুন : Sayantika Banerjee: জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে সায়ন্তিকা

। মাঝে কোভিডের জন্য লোকসমাগম কম হলেও সরকার সব ব্যবস্থাই রেখেছিল। সন্ন্যাসীদের থাকার ঘর, শৌচালয়, চিকিৎসাকেন্দ্র, চিকিৎসকদের টিম, পর্যাপ্ত ওষুধ এই সব ব্যবস্থাই করা হয় প্রতি বছর। কয়েকবছর ধরে রাখা হচ্ছে দ্রুতগামীর স্পিডবোটও। যদি কোনও পুণ্যার্থী বা তীর্থযাত্রী আচমকা গূরতর অসুস্থ হয়ে পড়েন। বা কারও হার্ট অ্যাটাক হয় তাকে যাতে অল্প সময়ে কলকতায় আনা যায় চিকিৎসার জন্য। তবে গঙ্গাসাগর মেলার জন্য কপ্টার নিসন্দেহে নতুন মাত্রা যোগ করবে। আপাতত একটি কপ্টারের জন্যই টপন্ডার ডাকা হয়েছে৷ মূলত এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে। এছাড়াও হঠাৎ কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে কপ্টার ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়া যাবে। প্রয়োজনে কাউকে দ্রুত উড়িয়ে কলকাতায় আনা যাবে।

মুখ্যমন্ত্রী নিজে গঙ্গাসাগর মেলার তদরকিতে যান। সেখানে থেকে মেলা শুরুর আগে সবদিক খতিয়ে দেখেন। ফলে সবদিক বিবেচনা করেই পরিবহণ দফতর কপ্টার ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Latest article