প্রতিবেদন: মৃত্যু হল যোগীরাজ্যের কুখ্যাত গ্যাংস্টার এবং রাজনৈতিক নেতা মুখতার আনসারির (Mukhtar Ansari)। বেশ কয়েকটি মামলায় জেলবন্দি ছিলেন। বৃহস্পতিবার জেলের মধ্যেই হঠাৎ অসুস্থ বোধ করেন মুখতার। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় গাজিপুরের বান্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই গ্যাংস্টারের (Mukhtar Ansari)। বান্দা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুনীল কৌশল জানিয়েছেন ,রমজানের উপবাস ভঙ্গ ভঙ্গ করার পর অসুস্থ বোধ করেন তিনি । পেটের যন্ত্রণা নিয়ে ১৪ ঘন্টা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুখতার। তাঁর ভাইয়ের অবশ্য অভিযোগ, জেলের মধ্যেই বিষ প্রয়োগ করে মেরে দেওয়া হয়েছে দাদাকে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মুখতারের অনুগামীরা জড়ো হয় তাঁর বাড়ির সামনে। কিছুটা উত্তেজনাও দেখা দেয়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে । জারি করা হয়েছে ১৪৪ ধারা। ৬০ বছর বয়সের মুখতার মৌ সদর বিধানসভা কেন্দ্র থেকে পাঁচ বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ থেকে উত্তর প্রদেশ এবং পাঞ্জাবের জেলে বিভিন্ন মামলায় বন্দি ছিলেন। তাঁর বিরুদ্ধে ৬০টি ফৌজদারী মামলা ঝুলছে। জানা গিয়েছে, ২০২২ এর সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন আদালতে আটটি মামলায় সাজা পেয়ে বান্দা জেলে বন্দি ছিলেন তিনি। দিনকয়েক আগে ছত্রিশ বছরের পুরনো এক মামলায় যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছিল আদালত।