সংবাদদাতা, কাটোয়া : ডেঙ্গু (Dengue) রোগ প্রতিরোধে পূর্ব বর্ধমান জেলার পুরসভা ও ব্লকে ব্লকে বিভিন্ন জলাশয়ে শুরু হয়েছে গাপ্পি মাছ ছাড়া। জেলার ৬ পুরসভা এলাকায় ৬ লাখ গাপ্পি মাছ ছাড়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার মধ্যে ৫টি পুরসভায় ইতিমধ্যে ৫ লাখ ২০ হাজার গাপ্পি মাছ ছাড়া হয়েছে। কাটোয়া পুরসভার ২০টি জলাশয়-সহ ৩০টি নর্দমায় গাপ্পি মাছ ছাড়া হয়৷ মশার লার্ভা নিয়ন্ত্রণ কর্মসূচিতে জেলার পুরসভাগুলির পাশাপাশি গ্রামাঞ্চলেও গাপ্পি মাছ ছাড়া শুরু হয়েছে। জেলার ২৩টি ব্লকের মধ্যে ২১টি ব্লকে প্রায় ১৪ লাখ গাপ্পি মাছ ছাড়া হয়েছে বলে জানালেন পতঙ্গবিদ তনুশ্রী মৈত্র। কাটোয়ার পুরপ্রধান সমীর সাহা বলেন, ‘ডেঙ্গু (Dengue) নিয়ন্ত্রণে পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার করছে।’ স্যানিটারি ইনস্পেক্টর মলয় ঘোষ বলেন, ‘মশাবাহিত রোগের আক্রমণ থেকে বাঁচাতে এই কর্মসূচি শুরু হয়েছে।’
আরও পড়ুন: প্রদীপ মজুমদার মন্ত্রী হওয়ায় বাড়ল কৃষিনির্ভর শিল্প-সম্ভাবনা