আজ, মঙ্গলবার সকালে গার্ডেনরিচে (Garden Reach) অবস্থিত রেলের হাসপাতালের চোখের অপারেশনের ঘরে আগুন লাগে। আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী এবং তাঁদের আত্মীয়দের মধ্যে। অপারেশন থিয়েটারে আগুন লাগার সময় সেখানে প্রায় ১০ থেকে ১৫ জন রোগী ছিলেন। কর্তব্যরত আরপিএফ (RPF) জওয়ানরা খুব দ্রুত সেখান থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। অবশেষে তারা সফল হয়।
আজ সকাল সাতটা নাগাদ আগুন লাগে বিএনআর হাসপাতালে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছে যান ওয়েস্ট পোর্ট থানার পুলিশকর্মীরা। সূত্রের খবর, জ্যাঠাত করেই চোখের অপারেশনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। জওয়ানরা সেখানে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলে খবর পাঠানো হয়। এরপর দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও ঘটনার তদন্ত করবে দমকল।