দুপুর থেকেই সমস্যার সূত্রপাত। সাময়িক বন্ধ ছিল মেট্রো চলাচল। তবে সন্ধ্যেবেলা সিদ্ধান্ত নেওয়া হল অনির্দিষ্টকালের জন্য গড়িয়া মেট্রো স্টেশন (Garia Metro Station) বন্ধ থাকবে। বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনে একাধিক স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। এরপরেই কলকাতা মেট্রো কবি সুভাষ থেকে আপাতত মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্রে খবর। অফিস যাত্রীদের যাতায়াতের জন্য মেট্রো অপরিহার্য। কম খরচে দ্রুত যাতায়াত করা যায়। এবার সেখানেই বড় সমস্যা দেখা দিল।
আরও পড়ুন-কমিশনকে সুপ্রিম নির্দেশ, আধার-এপিক দিয়ে নাম তোলা যাবে ভোটার লিস্টে
জানা গিয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনে মেট্রো রেকে ত্রুটি দেখা দিয়েছে। লাইনেও ত্রুটি ধরা পড়েছে। কবি সুভাষ পর্যন্ত মেট্রো ছাড়া না হলেও শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো চলাচল করছিল। সোমবার সকালবেলায় কোনও সমস্যা ছিল। কিন্তু দুপুরের পর থেকেই সমস্যা চালু হয়। মেট্রো স্টেশনগুলিতে ঘোষণা করা হয় আপাতত কোনও ট্রেন চলাচল করবে না কবি সুভাষ পর্যন্ত। তবে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো চলাচল করবে। অবশেষে রাতে জানানো হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে এই স্টেশন। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর থেকে চিন্তার ভাঁজ পড়েছে নিত্য যাত্রীদের কপালে।