গ্যাসের দামে আগুন, বিজেপি সাংসদের প্রশ্নে স্বীকার কেন্দ্রের

রান্না ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় আমজনতার নাভিশ্বাস উঠেছে। তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

Must read

প্রতিবেদন : রান্না ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় আমজনতার নাভিশ্বাস উঠেছে। তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এবার খোদ বিজেপি সাংসদের (সৌমিত্র খান) প্রশ্নেই বেআব্রু সরকার। সংসদেই কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিল বেড়েছে রান্নার গ্যাস সিলিন্ডার ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।

আরও পড়ুন-সংসদে বিবৃতি প্রতিরক্ষামন্ত্রীর, তদন্তে তিন বাহিনীর বিশেষজ্ঞ

সাংসদ প্রশ্ন করেছিলেন, আন্তর্জাতিক বাজারে পেট্রোল, ডিজেল-সহ বিভিন্ন পেট্রোপণ্যের দাম কমলেও দেশের বাজারে কমছে না কেন? গত পাঁচ বছরে ভরতুকিযুক্ত এবং ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম সম্পর্কে বিস্তারিত জানানো হোক। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কতগুলি পরিবার সুবিধা পেয়েছে? উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তিলি বলেন, ২০১০ সালের জুন মাস থেকে পেট্রোল, ডিজেল-সহ বিভিন্ন পেট্রোপণ্যের দাম ঠিক করার দায়িত্ব বর্তেছে তেল সংস্থাগুলির উপর। তাই বেড়েছে দাম।

২০২০ সালে এপ্রিলে রান্নার গ্যাসের দাম ছিল কলকাতায় ৭৭৪.৫০ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৩৪৮.৫০ টাকা। ২০২১ সালে এপ্রিলে রান্নার গ্যাসের দাম বেড়ে হয় কলকাতায় ৮৩৫.৫০ টাকা। বাণিজ্যিকে গ্যাসের দাম বেড়ে হয় ১৭১৩ টাকা।

Latest article