পুরভবনের গেটে তালা, দাদাগিরি বিজেপির

পুরভবনে ডেপুটেশন দিতে গিয়ে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে না পেয়ে পুরসভার মূল ফটকে তালা লাগিয়ে দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : বৃহস্পতিবার জঙ্গিপুর পুরসভায় বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুরভবনে ডেপুটেশন দিতে গিয়ে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে না পেয়ে পুরসভার মূল ফটকে তালা লাগিয়ে দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির বিক্ষোভের জেরে বৃহস্পতিবার জঙ্গিপুর পুরসভার স্বাভাবিক কাজকর্ম দীর্ঘক্ষণ ব্যাহত হয়।

আরও পড়ুন-কাতার বিশ্বকাপে উত্তরপাড়ার সুবোধের ট্রান্সফর্মার

বিজেপির মুর্শিদাবাদ (উত্তর) জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, ‘বুধবার চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলার পর বৃহস্পতিবার আলোচনা করতে পুরভবনে যাই। চেয়ারম্যান মফিজুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরির ঘর তালাবন্ধ ছিল। একসঙ্গে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান অনুপস্থিত থাকলে তাঁদের অফিস পুরভবনে থাকার কোনও দরকার নেই। প্রতিবাদে আমরা পুরভবনের মূল ফটকে তালা লাগিয়ে দিই।’ পুলিশ হস্তক্ষেপ করলে বাধ্য হয়ে ফিরে এলেও ৩ ডিসেম্বর ফের পুরভবন অভিযান করবে বলে জানায় বিজেপি। পুরপ্রধান মফিজুল ইসলাম বলেন, ‘চিকিৎসার কারণে গতকাল রাতেই কলকাতায় এসেছি। রাত ১০টা নাগাদ বিজেপির তরফে ফেনে বৃহস্পতিবারের ডেপুটেশন কর্মসূচির কথা জানানো হয়। আগে থেকে লিখিতভাবে কিছুই জানায়নি।’

Latest article