গল, ২৮ জুন : আস্ত একটা স্টেডিয়ামকে গিলে ফেলেছিল সুনামি! বিপর্যস্ত-বিধ্বংস হয়ে গিয়েছিল পর্যটকদের অতি পছন্দের এক প্রাচীন শহর। ২০০৪-এর সেই ভয়ঙ্কর সামুদ্রিক তাণ্ডবের পর গলকে নতুন করে সাজিয়ে তুলতে যিনি হৃদয় দিয়ে এগিয়ে এসেছিলেন, বুধবার শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট তাঁকেই উৎসর্গ করছে শ্রীলঙ্কা ক্রিকেট। আর কেউ নন, শ্যেন ওয়ার্ন। গত মার্চে যিনি থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে প্রয়াত হয়েছেন।
সুনামির পর বারবার গলে ছুটে এসেছিলেন ওয়ার্ন। নতুন ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলতে নিজের পকেট থেকে যেমন অর্থ ঢেলেছেন, তেমনই তুলে দিয়েছেন আরও অনেক অর্থ।
আরও পড়ুন-তেল কিনবে ভারত
ওয়ার্ন ভুলতে পারেননি এই মাঠেই ২০০৪-এর মার্চে হাসান তিলকরত্নেকে আউট করে তিনি টেস্টে ৫০০ উইকেট নিয়েছিলেন। প্রথম ক্রিকেটার হিসেবে। তবে তাঁর অবদানের কথা ভুলতে পারেনি ক্রিকেট শ্রীলঙ্কাও। তাদের ওয়েবসাইটে ওয়ার্নকে বিপদে প্রকৃত বন্ধু বলে বর্ণনা করে লেখা হয়েছে, গল স্টেডিয়ামকে আবার মাথা তুলে দাঁড়াতে অনেক সাহায্য করেছিলেন তিনি। তাই গল টেস্টে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে স্যালুট জানাবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী হারিন ফার্নান্দো জানিয়েছেন, ওয়ার্নের পরিবারের সদস্যরা এই টেস্ট ম্যাচ দেখতে আসছেন। শ্রীলঙ্কা টি-২০ সিরিজ জেতার পর এই টেস্ট ঘিরে জনমানসে প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে।