প্রতিবেদন : রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় ছিল বিজেপি সরকার। সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের (Gauri Lankesh murder) মামলা নিয়ে গড়িমসি চালিয়েছে হিন্দুত্ববাদী সরকার। দীর্ঘদিন ধরে মামলা চললেও কোনও সুরাহা হয়নি। শেষমেশ হিন্দুত্ববাদী সরকারের গড়িমসির মাসুল দিয়ে জামিন পেল সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত। মোহন নায়েক এন নামে ওই অভিযুক্তকে জামিন দিয়েছে কর্নাটক হাইকোর্ট। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রথম কেউ জামিন পেল। আদালত সূত্রে খবর, সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যার (Gauri Lankesh murder) পরিকল্পনার অন্যতম অভিযুক্ত ছিল মোহন নায়েক। ২০১৮ সাল থেকে ৫ বছরেরও বেশি সময় ধরে পুলিশ হেফাজতে ছিল সে।
আরও পড়ুন- আইএস জঙ্গি সন্দেহে ধৃত ১৩