সাংবাদিক গৌরী লঙ্কেশ (Gauri Lankesh murder case) হত্যাকাণ্ডে এবার তদন্তের অগ্রগতি নিয়ে উঠছে প্রশ্ন। কারণ সাংবাদিক খুনে জেল হেফাজতে থাকা শেষ অভিযুক্তও পেলেন জামিন। শরদ ভৌসাহেব কলস্কর নামে অভিযুক্ত জামিন পেলেন বেঙ্গালুরুর আদালত থেকে। জামিন দেওয়ার আগে বিচারপতি উল্লেখ করেন, ‘এই হত্যা মামলার কবে নিষ্পত্তি হবে তাঁর কোনও ঠিক ঠিকানা নেই। তাই কলস্করকে জামিন দেওয়া হল।’
আরও পড়ুন-বামশাসিত রাজ্যে ৫ বছর ধরে ৬৪ জনের যৌন লালসার শিকার তরুণী!
২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সাংবাদিক গৌরী লঙ্কেশের (Gauri Lankesh murder case)। তদন্ত নেমে প্রায় ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। সব মিলিয়ে সাংবাদিক খুনে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও এক অভিযুক্ত এখনও পলাতক। গত কয়েক বছরে একে একে সব অভিযুক্তই জামিন পেয়ে গিয়েছে। তদন্তকারী সংস্থা উপযুক্ত প্রমাণ দিতে না পারায় দেরি হচ্ছে বিচারপ্রক্রিয়ায়। যার জেরে জেলবন্দি শেষ অভিযুক্তও জামিন পেয়ে গেলেন।