সৌরবিদ্যুত প্রকল্পের বরাত পেতে ২২০০ কোটি ঘুষ! আমেরিকার গ্রেফতারি পরোয়ানা জারি আদানির বিরুদ্ধে

Must read

মোদি ঘনিষ্ঠ গৌতম আদানির (Gautam Adani) নাম এবার আর্থিক কেলেঙ্কারিতে জড়াল। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের (solar energy) বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকারও বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ। গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকা প্রশাসন।

আরও পড়ুন- মামলায় যুক্ত হতে চেয়ে টাকা তোলার ফন্দি, অভিযোগ আরজি করের প্রাক্তনীদের সংগঠনের বিরুদ্ধে

কেন আদানি (Gautam Adani) ঘুষের প্রস্তাব দিয়েছিলেন? কারণ, এই বরাত পেলে আগামী ২০ বছরের ২০০ কোটি ডলার লাভ করা সম্ভব হত। গৌতম, সাগর আদানি ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ৬ জন। অভিযুক্তদের মধ্যে নাম রয়েছে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রুপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রা। অভিযোগ, সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে মরিয়া আদানি ভারত সরকারের আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন।

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় ২হাজার ২০০ কোটির বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া এবং বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদানি এবং বাকিদের বিরুদ্ধে। তবে এ প্রসঙ্গে আদানি গোষ্ঠীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Latest article