মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গতদের ত্রাণ বিলি করলেন গৌতমরা

Must read

সংবাদদাতা, কোচবিহার : মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যাদুর্গতদের ত্রাণ (Relief) বিলি হল কোচবিহারের শীতলকুচি বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার ওই ত্রাণবিলিতে (Relief) উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব, প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরিন বর্মন, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন প্রমুখ। গ্রামের ছাত্রছাত্রীদের পড়ার বই ভেসে গিয়েছে বন্যায়। কিছু ছাত্রছাত্রী তাদের পড়ার নতুন বই কিনে দেওয়ার আবেদন জানিয়েছেন এদিন। তাদের সব বই কিনে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মাথাভাঙার কেদারহাট অঞ্চলের বন্যাকবলিত এলাকায় জেলা তৃণমূলের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিলি করা হয়। গৌতম জানান, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী দুর্গতদের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করেছেন। রাস্তা, বাড়ি সহ ক্ষতিগ্রস্ত সমস্ত বিষয়ে ব্যবস্থা নেবে প্রশাসন। উদয়ন বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে দলের পক্ষ থেকে ৩০০ পরিবারের হাতে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ বলেন, আমরা সবাই মিলে এসেছি। সবার পাশে মুখ্যমন্ত্রী আছেন। অভিজিৎ বলেন, নিখোঁজদের দেহ উদ্ধারের পরে তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-মালদহে বিজয়া সম্মিলনীতে ইউসুফ পাঠান

Latest article