দিল্লিতে কেন্দ্রের অনিয়মের বিরুদ্ধে সরব হলেন গৌতম

এর পাশাপাশিই তিনি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উন্নয়নমূলক কাজের কথা। নিজের এলাকার উন্নয়ন নিয়েও বলেন মেয়র।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : দিল্লিতে বসেই কেন্দ্রের অনিয়মের বিরুদ্ধে সরব হলেন শষিলিগুড়ির মেয়র গৌতম দেব। সম্প্রতি দিল্লিতে আয়োজিত ন্যশনাল কনফারেন্স অফ মেয়র অ্যান্ড চেয়ারপার্সন সম্মেলনে মেয়র বলেন, পুরনিগমের মতো স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে বরাদ্দ বাড়ানো-সহ কেন্দ্রীয় সরকারের দফতরগুলির স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে করের টাকা দেয় না কেন্দ্র।

আরও পড়ুন-হাতির সংখ্যা বাড়লেও হামলা কমেছে রাজ্যে

এর পাশাপাশিই তিনি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উন্নয়নমূলক কাজের কথা। নিজের এলাকার উন্নয়ন নিয়েও বলেন মেয়র। জানালেন আগামীর পরিকল্পনাও। মেয়রের বক্তব্য শোনেন রাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রতিনিধিরাও। সেই কনফারেন্সে দেশের শহরগুলি আর্থিকভাবে কীভাবে উন্নত হচ্ছে তার আগাম পরিকল্পনা এবং উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় এবং এই দিনই এই কনফারেন্সে বক্তব্য রাখেন শিলিগুড়ির অভিভাবক তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কেন্দ্রকে ফের বিঁধে নিজের বক্তব্য শেষ করেন মেয়র।

Latest article