সংবাদদাতা, শিলিগুড়ি : অতিবৃষ্টির কারণে গজলডোবায় (Gajoldoba) ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। গরুকে বাঁচাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে পা দিয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার মৃতদের বাড়িতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও বিধায়ক খগেশ্বর রায়-সহ অন্যান্য আধিকারিকরা। শোকার্ত পরিজনদের সঙ্গে কথা বলেন তাঁরা। পাশে থাকার কথা দেন। মেয়র গৌতম দেব বলেন, খুবই দুঃখজনক ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। শোকার্ত পরিবারটির কিছু আবেদন রয়েছে, সেই বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হবে। উল্লেখ্য, শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের গজলডোবা (Gajoldoba) সংলগ্ন টাকিমারির ধূপগুড়ি বস্তিতে। মৃতদের মধ্যে এক শিশু ও মহিলা রয়েছে। অসাবধানতাবশত ইলেকট্রিকের তারে পা দিয়ে চারজনই অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর চারজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- মালদহে ফিরহাদ, বন্যা নিয়ে ফোন-বার্তা মুখ্যমন্ত্রীর