মুম্বই, ৯ জুলাই : যাবতীয় জল্পনার অবসান। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসাবে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর। বেশ কিছুদিন ধরেই রোহিত শর্মাদের নতুন কোচ হিসাবে গম্ভীরের নাম বাতাসে ভাসছিল। মঙ্গলবার সেই খবরে সিলমোহর দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রসঙ্গত, গম্ভীরের সঙ্গে কোচ হওয়ার লড়াইয়ে ছিলেন আরেক প্রাক্তন তারকা ডব্লিউ ভি রমনও। যদিও শেষ পর্যন্ত গম্ভীরেই আস্থা রাখলেন বোর্ড কর্তারা।
আরও পড়ুন-ব্যর্থ ডোরিভালেই আস্থা ব্রাজিলের
চলতি বছরে মেন্টরের দায়িত্ব নিয়েই কেকেআরকে ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন গম্ভীর। এদিকে, দ্রাবিড় আগেই জানিয়ে দিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপের পরেই তিনি জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চান। ফলে নতুন কোচের খোঁজে ছিল বিসিসিআই। গম্ভীর নিজেও আগ্রাহী ছিলেন টিম ইন্ডিয়ার দায়িত্ব নিতে। বোর্ড কর্তাদের ইন্টারভিউও দেন তিনি। তবে গম্ভীরের শর্ত ছিল, দলের ব্যাপারে কোনও হস্তক্ষেপ করা চলবে না। এবং সহকারী নির্বাচনে তাঁর পছন্দই হবে শেষ কথা। গম্ভীরের সব শর্তই মেনে নেওয়া হয়েছে বলে বিসিসিআই সূত্রের খবর। ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে অভিষেক নায়ার এবং বোলিং কোচ হিসেবে বিনয় কুমারের নাম বোর্ডের কাছে গম্ভীর প্রস্তাব করেছেন বলে খবর।
এদিকে, কেকেআর কর্ণধার শাহরুখ খান যে কোনও মূল্যে গম্ভীরকে ধরে রাখতে মরিয়া ছিলেন। সূত্রের খবর, এই বিষয়ে শাহরুখের সঙ্গে একান্তে বৈঠক করেন গম্ভীর। সেখানে তিনি কিং খানকে জানান যে, জাতীয় দলের কোচ হওয়ার তাঁর কাছে বিরাট সম্মানের বিষয়। দীর্ঘ আলোচনার পর, শেষ পর্যন্ত দেশের স্বার্থের কথা মাথায় রেখে গম্ভীরকে ছেড়ে দিতে রাজি হন শাহরুখ। অন্যদিকে, বোর্ড কর্তারাও গম্ভীরের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছিলেন। কেকেআর কর্ণধারের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই, গম্ভীর বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সামনে ভিডিও কলে ইন্টারভিউ দেন। তখনই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, টিম ইন্ডিয়ার নতুন কোচ তিনিই হচ্ছেন।
এদিন বিসিসিআইয়ের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় জানানো হয়েছে, ‘জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানানো হচ্ছে।’ আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই দলের দায়িত্ব নিচ্ছেন গম্ভীর।
এদিকে, জাতীয় দলের কোচ হিসাবে নাম নাম ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে গম্ভীর পোস্ট করেন ‘‘ভারত আমার পরিচয় এবং দেশের সেবা করা আমার জীবনের সবথেকে বড় সম্মান। আমি জাতীয় দলে ফিরতে পেরে সম্মানিত। তবে ভূমিকা বদলে গেলেও লক্ষ্য সেই এক থাকবে। আম্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয় জনতার স্বপ্ন সত্যি করার জন্য নিজের সবটুকু দেব।’’ ক্রিকেটার হিসাবে বড় মঞ্চে সাফল্যের ইতিহাস রয়েছে জাতীয় দলের প্রাক্তন বাঁ হাতি ওপেনারের। ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এবার কোচ হিসেবে সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জ গম্ভীরের সামনে।