দুবাই, ২০ ডিসেম্বর : আইপিএলের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে অস্ট্রেলীয় ফাস্ট বোলার মিচেল স্টার্ককে (Mitchell Starc) বুধবারের নিলামে ২৪.৭৫ কোটিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর ম্যানেজমেন্ট স্টার্ককে কেন এত টাকা দিয়ে দলে নিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুবাইয়ের নিলামের ২৪ ঘণ্টার মধ্যে স্টার্ক নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন নাইটদের মেন্টর গম্ভীর। জানিয়ে দিলেন, স্টার্ক সবসময় এক্স ফ্যাক্টর।
নিলামের সম্প্রচারকারী সংস্থাকে গম্ভীর বলেছেন, ‘‘স্টার্ক (Mitchell Starc) একজন এক্স ফ্যাক্টর। এই ব্যাপারে কোনও সন্দেহ থাকতে পারে না। এমন একজন লোক যে নতুন বলে বোলিং করবে, ডেথ ওভারে বল করবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ও এমন একজন বোলার যে বোলিং আক্রমণে নেতৃত্ব দেবে।’’
গম্ভীর আরও বলেন, ‘‘ঘরোয়া ক্রিকেট খেলা দুই বোলারকে আমরা নিয়েছি। ওরা খুবই প্রতিভাবান। ওদের জন্য এমন একজনকে দরকার যে মাঝের ওভারগুলোতে ওদের সাহায্য করতে পারবে এবং গাইড করবে। স্টার্ক হল সেই লোক। একটা দলের বোলিং আক্রমণের মুখ অস্ট্রেলীয় পেসার। আমাদের দলের তরুণরা ওকে পাশে পেয়ে উপকৃত হবে। কাউকে না কাউকে ওর জন্য খরচ করতে হত। আমরা সেটা করেছি।’’
সমালোচকদের উড়িয়ে দিয়ে গম্ভীর জানিয়ে দিলেন, নাইটদের বোলিং বিভাগে যথেষ্ট গভীরতা রয়েছে। আমাদের দলে অনেক বিকল্প রয়েছে। মুজিব (উর রহমান), গাস (অ্যাটকিনসন), সুনীল (নারিন), বরুণ (চক্রবর্তী) এবং মিচেল স্টার্ক রয়েছে। ওদের পাশে দুই ভারতীয় সিমার হর্ষিত রানা, চেতন সাকারিয়ার সঙ্গে থাকছে স্পিনার সুয়শ শর্মা।’’
আরও পড়ুন- অবহেলা নয় কোষ্ঠকাঠিন্যে
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…