ভুতুড়ে ভোটার ধরতে নিজের ওয়ার্ডে গৌতম

এই বিষয়ে গৌতম জানান, দলনেত্রীর নির্দেশে গেটবাজার এলাকার পাইপ লাইন এলাকায় ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি স্ক্রুটিনি করা হচ্ছে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই ভুতুড়ে ভোটার খুঁজতে তৎপর জেলা নেতৃত্ব। শহরের বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের তালিকায় স্ক্রুটিনি করতে দেখা গেল স্বয়ং শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। এদিন মেয়র তাঁর নিজের ওয়ার্ডে ভোটার তালিকা খতিয়ে দেখেন। শুক্রবার কলকাতা থেকে ফিরে এসেই ভোটার লিস্টে স্ক্রুটিনি শুরু করেন মেয়র।

আরও পড়ুন-রোহিতের ভাগ্য ঝুলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই,অধিনায়কের মতো চুক্তি নিয়ে প্রশ্নে বিরাট, জাদেজাও

এই বিষয়ে গৌতম জানান, দলনেত্রীর নির্দেশে গেটবাজার এলাকার পাইপ লাইন এলাকায় ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি স্ক্রুটিনি করা হচ্ছে। এলাকায় ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের নাম, ঠিকানা পাশাপাশি ভোটার কার্ডের নম্বর অফলাইন ও অনলাইনে চেক করা হয়। এদিন মেয়র আরও জানান, এলাকার বাসিন্দাদের মধ্যে কারও কারও ক্ষেত্রে দেখা গিয়েছে, বাড়ির কেউ দুই-তিন বছর আগেই মারা গিয়েছেন কিন্তু ভোটার তালিকায় তাঁদের নাম রয়ে গিয়েছে। এই বিষয়ে তাঁদের একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। অন্যদিকে, ভোটার লিস্ট পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান মেয়র। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভুতুড়ে ভোটার ধরতে মন্ত্রী, মেয়র, বিধায়ক, জেলা সভাপতিদের নিজের নিজের এলাকায় ভোটার কার্ড স্ক্রুটিনি করার কথা বলেছিলেন। তা ধরতেই তৎপর দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Latest article