আইপিএলে ট্রফি মানেই সাফল্য নিশ্চিত নয়,রোহিতকে সতর্ক করলেন সানি

Must read

মুম্বই, ১০ নভেম্বর : আইপিএলে সফল মানেই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য নিশ্চিত নয়। বরং ফ্র্যাঞ্চাইজি লিগে নেতৃত্ব দেওয়া আর দেশের অধিনায়কত্ব করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সদ্য ভারতীয় টি-২০ দলের নেতৃত্ব পাওয়া রোহিত শর্মাকে এভাবেই সতর্ক করলেন সুনীল গাভাসকর। প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্যের খতিয়ান রীতিমতো ঈর্ষণীয়। হিটম্যানের নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। স্টপ গ্যাপ ক্যাপ্টেন হিসেবে যে ক’টি ম্যাচে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন, তাতেও রোহিত সফল। গাভাসকর নিজেও মনে করেন, বিরাট কোহলির পর দেশকে নেতৃত্ব দিতে তৈরি রোহিত। তবে একই সঙ্গে সানি সতর্ক করছেন হিটম্যানকে।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রীকে নিয়ে বিরাটের স্মৃতিচারণ

কিংবদন্তি ভারতীয় ওপেনারের বলছেন, ‘‘রোহিত অধিনায়কের দায়িত্ব নেওয়ার জন্য পুরোপুরি তৈরি। এটা নিয়ে কোনও সংশয় নেই। ওর নেতৃত্বে ভারতীয় দল টি-২০ ফরম্যাটে নতুন যুগের সূচনা করবে।’’ এর পাশাপাশি গাভাসকর আরও বলেন, ‘‘সাধারণত একজন অধিনায়ক ততটাই ভাল, যতটা তার দল। আমি জানি, রোহিতের ক্যাপ্টেন্সিতে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু দেশকে নেতৃত্ব দেওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। আপনি আইপিএলে সফল মানেই এটা নয় যে, আন্তর্জাতিক ক্রিকেটেও সফল হওয়া নিশ্চিত।’’ সানির বাড়তি সংযোজন, ‘‘একজন ভাল প্রথম শ্রেণির ক্রিকেটার যেমন সব সময় আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পান না। তেমনই রাজ্য কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগে ট্রফি জেতা মানেই জাতীয় দলে সাফল্য নিশ্চিত, তা কিন্তু নয়।’’

Latest article